Scores

বেতন কর্তনে সম্মতি দিলেন ইংলিশ ক্রিকেটাররা

ব্যাপক আলোচনার পর বেতন কর্তনে সম্মতি দিয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। ক’রোনার কারণে সৃষ্ট মন্দা পোষাতে কত শতাংশ বেতন কর্তন করা হবে তাও নির্ধারণ করে দিয়েছেন তারা।

বেতন কর্তনে সম্মতি দিলেন ইংলিশ ক্রিকেটাররা

ক’রোনা মহামারী শুরুর পর অনেক দল এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেনি। বিশ্বকাপ ও এশিয়া কাপের মত আসরও পিছিয়ে গেছে। বাংলাদেশের মত দল এখনো অনিশ্চিত- কবে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেটে। অথচ ইংল্যান্ড সেখানে বিগত গ্রীষ্মের সবগুলো হোম সিরিজই সম্পন্ন করেছে।

Also Read - ডমিঙ্গোর মন কেড়েছেন তরুণ পারফর্মাররা


তবুও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) দাবি করে আসছে, মহামারীর কারণে তাদের লোকসান গুনতে হয়েছে। এজন্য ক্রিকেটারদের বেতন থেকে একটি অংশ কর্তনের আহ্বান জানানো হয়েছিল। দীর্ঘ আলোচনার পর ক্রিকেটাররা সেই দাবি মেনে নিয়ে ১৫ শতাংশ বেতন কর্তনের সম্মতি দিয়েছেন।

আগামী এক বছর প্রতি মাসের বেতন থেকে ১৫ শতাংশ কম বেতন পাবেন ইংলিশ ক্রিকেটাররা। ইসিবি মহামারী কারণে ১০৬ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড লোকসান গুনেছে। সেই লোকসান পোষাতে ইসিবি ৬২ জন কর্মকর্তাকে ছাঁটাই করেছে। ক্রিকেটারদের বেতন কর্তনের ঘোষণা তাই সময়ের ব্যাপার ছিল।

ইসিবি থেকে রুট-মরগানরা যে মাসিক বেতন পান, সেই বেতনই শুধু নয়। যেকোনো ম্যাচ ফি ও জয়ের বাড়তি প্রণোদনাসহ সব খাত থেকেই ক্রিকেটারদের ১৫ শতাংশ ছাড় দিতে হবে। চলতি মাস থেকেই শুরু হবে এই কর্তন। অর্থাৎ, গত ১ অক্টোবর থেকে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেটাররা ১৫ শতাংশ কম বেতন ও পারিশ্রমিক পাবেন। ক্রিকেটারদের এই সিদ্ধান্তে তাদের সাধুবাদ জানিয়েছে ইসিবি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

টেস্ট ক্রিকেট ইতিহাসে দুই ফাইনাল, একটি বাংলাদেশে

‘৩২’ বছরেই ক্রিকেটকে বিদায় বললেন জার্ভিস

ফাইনালের একাদশ ঘোষণা করল ভারত

বিপিএলের চোটে শঙ্কায় স্মিথের বিশ্বকাপ স্বপ্ন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে ঘিরে অনিশ্চয়তা