Scores

বেয়ারস্টোর ব্যাটে জিতলো ইংল্যান্ড

গতকাল রাতে সেন্ট লুসিয়ায় মুখোমুখি হয় ইংল্যান্ড ও উইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে উইন্ডিজকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।

ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী

দুই দলের ওয়ানডে সিরিজে যেভাবে ছয়-চারের ফোয়ারা ছুটেছিল মনে হয়েছিল টি-টোয়েন্টি সিরিজটা আরো জমজমাট হবে। কিন্তু প্রথম টি-টোয়েন্টিতে ছয়-চারের ফুলঝুরি দেখা যায়নি। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়া ইংলিশরা ১৬০ রানে আটকে দেয় ক্যারিবিয়ানদের।

Also Read - 'নিদাহাস ট্রফি আমাকে অনেক কিছু শিখিয়েছে'


দুইটি ছক্কা মেরে ঝড়ের ইঙ্গিত দিয়েছিলেন ক্রিস গেইল। তবে ক্রিস জর্ডানের বলে আউট হয়ে যান মাত্র ১৫ রানেই। শাই হোপ, গেইল ও হেটমেয়ার দ্রুত ফিরে গেলে চাপে পড়ে স্বাগতিকরা। চতুর্থ উইকেটে ড্যারেন ব্রাভো ও নিকোলাস পুরান গড়েন ৬৪ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন।

৩৭ বলে চার ছক্কায় ৫৮ রান করে ক্যারিবিয়ানদের হয়ে লড়াকু স্কোর দাঁড়ান বাঁহাতি ব্যাটসম্যান নিকোলাস পুরান। অধিনায়ক ব্রাথওয়েট ফেরেন শূন্য রানেই।

৩৬ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেছেন ইংলিশ বোলার কারান। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। ৩ ওভারে ১৬ রান দিয়ে ২টি উইকেট নেন ক্রিস জর্ডান। আদিল রশিদ ৪ ওভারে খরচ করেছেন মাত্র ১৫ রান। নিয়েছেন একটি উইকেট।

জবাবে ইংল্যান্ডও দ্রুতই অ্যালেক্স হেলস ও জো রুটের উইকেট হারায়। অধিনায়ক মরগানও ১৬ বলে ৮ রান করে আউট হয়ে যান। তবে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত খেলছিলেন জনি বেয়ারস্টো। তৃতীয় উইকেটে মরগানের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন বেয়ারস্টোও।

৯ চার ও ২ ছক্কায় ৪০ বলে ৬৮ করে জয়ের পথ সহজ করে দেন বেয়ারস্টো। পঞ্চম উইকেট অর্ধশত রানের জুটি গড়েন জো ডেনলি ও স্যাম বিলিংস। ডেনলি করেন ৩০ ও বিলিংস করেন ১৮ রান। ফলে ৪ উইকেটের জয় পাই সফরকারীরা।

দুর্দান্ত খেলে ম্যাচ সেরা হয়েছেন জনি বেয়ারস্টো। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো ইংলিশরা।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: (২০ ওভার) ১৬০/৮ (পুরান ৫৮, ব্রাভো ২৮, গেইল ১৫, হেটমায়ার ১৪, নার্স ১৩*, অ্যালেন ৮, হোল্ডার ৭, হোপ ৬, ব্র্যাথওয়েট ০; উইলি ০/২০, কারান ৪/৩৬, জর্ডান ২/১৬, রশিদ ১/১৫, প্লাঙ্কেট ০/৪৪, ডেনলি ১/২৮)

ইংল্যান্ড: (১৮.৫ ওভার) ১৬১/৬ (বেয়ারস্টো ৬৮, ডেনলি ৩০, বিলিংস ১৮, হেলস ১১, মরগান ৮, কারান ২*, উইলি ১*, রুট ০; কটরেল ৩/২৯, টমাস ০/১৮, নার্স ১/৩২, হোল্ডার ১/২৬, ব্র্যাথওয়েট ১/৩৩, অ্যালেন ০/৮)।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

আইসিসির ওপর চটেছে বিসিসিআই

দুর্দান্ত জয়ের দিনে জরিমানা দিল ইংল্যান্ড

পাহাড় টপকে সিরিজ জিতল ইংল্যান্ড

ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে চমক

সমতায় সিরিজ শেষ করলো ইংল্যান্ড