Scores

বোর্ডকে ‘না’ বলে দিলেন মুরালি-মাহেলা

নানাবিধ সমস্যায় জর্জরিত শ্রীলঙ্কার ক্রিকেট অঙ্গন। মাঠের পারফরম্যান্সও সন্তোষজনক নয়। সব মিলিয়ে শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা আছেন বেশ দুশ্চিন্তায়।

বোর্ডকে না বললেন মাহেলা-মুরালি
জয়াবর্ধনে ও মুরালিধরণ। ছবিঃ এএফপি

সেই দুশ্চিন্তা কিংবা দুঃসময় দূর করার জন্য শ্রীলঙ্কা শরণাপন্ন হয়েছে কিংবদন্তী ক্রিকেটারদের। বোর্ডের সুসময় ফেরাতে মুত্তিয়া মুরালিধরণ, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনের মত সাবেক গ্রেটদের বোর্ডের কাজে যুক্ত হতে অনুরোধ করা হয় গত বৃহস্পতিবার।

তবে বোর্ডের এই আহ্বান বিনা দ্বিধায় উপেক্ষা করেছেন মুত্তিয়া মুরালিধরণ ও মাহেলা জয়াবর্ধনে। তাদের ভাষ্য, বোর্ডের সার্বিক প্রক্রিয়ায় তাদের যথাযথ ভরসা নেই। এমন প্রেক্ষিতে দেশটির ক্রিকেট অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Also Read - ড্রয়ে শুরু মাশরাফি-সাকিবদের আর্জেন্টিনার

সম্প্রতি সাবেক পাঁচজন শ্রীলঙ্কান ক্রিকেটারকে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) উপদেষ্টা হওয়ার জন্য আমন্ত্রণ এবং অনুরোধ জানান শ্রীলঙ্কা সরকারের প্রাদেশিক কাউন্সিলের মন্ত্রী, স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা ফয়জল মোস্তফা। শুধু মুরালিধরণ, মাহেলা বা সাঙ্গাকারাই নন। অনুরোধপত্র পাওয়া সাবেক ক্রিকেটারদের তালিকায় ছিলেন অরবিন্দ ডি সিলভা ও রোশান মহানামাও। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর বোর্ডের দুঃসময় দূর করতে এই পাঁচ ক্রিকেটারের প্রত্যক্ষ অবদান কামনা করছে সরকার।

এদিকে আদালতের নিষেধাজ্ঞার কারণে শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচন হচ্ছে না যথাসময়ে। আটকে থাকা এই কার্যক্রমের কারণে বর্তমানে ক্রিকেট পরিচালনা করছে সরকার। এমন টানাপড়েন এড়াতেই কিংবদন্তীদের বোর্ডের কাজে সংযুক্ত হতে আহ্বান করা হয়েছিল সরকারের পক্ষ থেকে।

বোর্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করে শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরণ বলেন, ‘ক্রিকেট প্রশাসন যখন এমন শোচনীয় অবস্থায় আছে তখন আমাদের ব্যবহার করার জন্য এমন প্রস্তাব দেওয়া অহেতুক কাজ।’

মাহেলা জয়াবর্ধনে বলেন, ‘এই সিস্টেমে আমার কোনো আস্থা নেই। কেউ যদি সময়ের অপচয় বাঁচাতে চাও, অনুগ্রহ করে এখানে যুক্ত হতে যেও না!’ 

মাহেলা জয়াবর্ধনে ও মুত্তিয়া মুরালিধরণ নিজেদের প্রতিক্রিয়া জানালেও এখনও বোর্ডের প্রস্তাবের বিষয়ে মুখ খোলেননি কুমার সাঙ্গাকারা, অরবিন্দ ডি সিলভা ও রোশান মহানামা।

আরও পড়ুনঃক্রীড়াঙ্গনে অস্ট্রেলিয়ার দুঃস্বপ্নের এক দিন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন


Related Articles

শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-২০’র নেতৃত্বে মালিঙ্গা

তাই বলে বরখাস্ত!

সিইওকে চিঠি দিয়ে বোমা ফাটালেন ম্যাথিউস

এশিয়া কাপের জন্য লঙ্কানদের প্রাথমিক দল

২১ আগস্ট শুরু হচ্ছে শ্রীলঙ্কান টি-২০ লিগ