SCORE

বোলারদের কৃতিত্ব দিচ্ছেন হোল্ডার

শেষবার যখন বাংলাদেশ উইন্ডিজ সফরে গিয়েছিল, স্বাগতিকের ভূমিকায় থাকা উইন্ডিজ (তৎকালীন নাম ‘ওয়েস্ট ইন্ডিজ’) বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি। দুই ম্যাচের টেস্ট সিরিজে সেবার বাংলাদেশ জিতেছিল ২-০ ব্যবধানে।

বোলারদের-কৃতিত্ব-দিচ্ছেন-হোল্ডার
ছবি: সিডব্লিউআই মিডিয়া

প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার ঐ সিরিজটি ছিল বিদেশের মাটিতে দেশের ক্রিকেটের একমাত্র টেস্ট সিরিজ জয়। এখন পর্যন্ত ঐ ‘একমাত্র’ শব্দটিই লেগে আছে স্মৃতির পাতায়।

সেই ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে বর্তমান উইন্ডিজ দলের পার্থক্য শুধু নামেই নয়, পারফরম্যান্সেও। সুখস্মৃতি রোমন্থন করে সফরে যাওয়া বাংলাদেশ নিজেদের সামর্থ্যের সক্ষমতা কিংবা সমকালীন দৈন্যদশা অনুধাবন করেছে প্রথম টেস্টেই। অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ মূলত হেরে গেছে উইন্ডিজ বোলারদের কাছেই।

Also Read - সাকিবের কণ্ঠে সোহান-রাহীর প্রশংসা

আর তাই ম্যাচের কৃতিত্বটাও পাওয়ার দাবিদার তারাই। স্বভাবতই তাই, ম্যাচ শেষে উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার বোলারদের বুঝিয়ে দিলেন প্রাপ্য কৃতিত্বটুকু।

পাঁচদিনের টেস্ট তিনদিনেই শেষ হয়ে যাওয়ার পেছনে মূল অবদান তো বোলারদেরই। বিশেষ করে প্রথম দিনের প্রথম সেশনেই বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়ায় বড় অবদান কেমার রোচের। টেস্টের উদ্বোধনী ইনিংসের প্রথম পাঁচটি উইকেটই রেখেছিলেন নিজের দখলে!

হোল্ডার তাই প্রশংসায় ভাসালেন রোচকে, ‘বোলারদের কৃতিত্ব দিতেই হবে। অন্যদের সমর্থন পেয়ে কেমার (রোচ) দারুণ বল করেছে। আমরা (ভালো করার) চাপটুকু উপভোগ করেছি।’

এই জয়ে ক্যারিবীয় অধিনায়কের দৃষ্টি এখন পরের টেস্টে, যেখানে যথারীতি জয়ী দলে থাকতে চান তিনি। হোল্ডার বলেন, ‘পরের টেস্টের জন্য এটি প্রেরণা যুগিয়েছে। আমাদের বোলাররা বেশ কঠোর পরিশ্রম করেছে। আশা করি আমরা ধারাবাহিকতা ধরে রাখব এবং জয়ের ছন্দেই থাকব।’

এই টেস্টের আগে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল উইন্ডিজ, সেটিও স্বাগতিকের ভূমিকায় থেকে। সেই টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছিল। এশিয়ার আরেক পরাশক্তিকে বাগে পেয়েও সিরিজ জিততে না পারার হতাশা যেন ঠিকরে পড়ল হোল্ডারের কণ্ঠে, ‘আমাদের শ্রীলঙ্কার বিপক্ষেও জেতা উচিত ছিল। জেতার মত একটি সিরিজ ছিল।’

আরও পড়ুন: “তিন বিভাগেই হেরে গেছি আমরা”

Related Articles

টেস্ট ক্রিকেটের কাঠিন্য মানতে নারাজ ইমরুল

বিশ্বাস অটুট রাখার তাগিদ তামিমের কণ্ঠে

“আমরা এর চেয়ে অনেক ভালো দল”

বড় পার্টনারশিপে সমাধান দেখছেন সোহান

বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সে লয়েডও বিস্মিত