Scores

বোলারদের ‘মাস্ক’ পরে খেলার পরামর্শ মিসবাহর

পদ্ধতির পরিবর্তনটা একপ্রকার বাধ্যতামূলকই ছিল। অবশেষে বলে লালার ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসতে চাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে দীর্ঘদিনের অভ্যাস সহজে যাবে না বলে মনে করেন পাকিস্তানের হেড কোচ মিসবাহ উল হক। এজন্য বোলারদের মাস্ক পরার পরামর্শ দিয়েছেন তিনি।

করোনা পরবর্তী সময়ে ক্রিকেটে কিছুটা পরিবর্তন আসবে তা অনুমেয়ই ছিল। বিশেষ করে বলে থুতু বা লালার ব্যবহার। বলের পালিশ ঠিক রাখতে মুখের লালা বা থুতু ব্যবহার করেন ক্রিকেটাররা। এতোদিন আইসিসি সেটা বৈধ বলেই স্বীকৃতি দিয়েছে। তবে করোনার পর এনিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Also Read - ১৫ বছর পূর্তিতে মুশফিকের 'বিশেষ ঘোষণা'


পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে লালা ব্যবহারের পুরনো প্রথা চালু থাকলে তা ভীষণ ঝুঁকি হয়ে দাঁড়াবে। এই ভাবনা থেকে আইসিসিও ক্রিকেট ফেরাতে যে নতুন গাইডলাইন দিয়েছে, তাতে থুতু বা লালা ব্যবহার নিষিদ্ধ করেছে। তবে এতোদিনের পুরানো অভ্যাস হঠাৎ করে বদলে ফেলা সহজ হবেনা বলে মনে করেন মিসবাহ।

অজ্ঞতা বোলাররা যাতে থুতু বা লালার ব্যবহার করতে না পারে এর জন্য একটু কৌশলী হবার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের হেড কোচ ও নির্বাচক। দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ বলেন, শুরুতে বোলারদের মাস্ক পরে মাঠে নামা উচিৎ। এতে মনের ভুলে বলে লালা মাখাতে পারবেন না বোলাররা।


সম্প্রীত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাক্ষাৎকারে মিসবাহ জানান, ‘আমার কাছে মনে হয়, ক্রিকেট আর আগের মতো হবে না। তবে করোনার নিরাময় যোগ্য কিছু পাওয়া গেলে এত দুশ্চিন্তা থাকবে না হয়তো। আমাদের ক্রিকেট পছন্দ হোক বা না হোক, এর থেকে নিস্তার না পাওয়া পর্যন্ত কোনকিছুই আর আগের মতো হবে না।’

‘সুতরাং আস্তে-ধীরে ও সাবধানতার সাথে আমাদের ক্রিকেট খেলতে হবে। এখানে খেলোয়াড়দের উপলব্ধিটা বেশি জরুরি। ভাবনায় রাখতে হবে, পরিবর্তিত পরিস্থিতি তাদের পক্ষে সহজ হবে না।’– সাথে যোগ করেন তিনি।

বোলাদের মাস্ক ব্যবহারের কথা জানিয়ে মিসবাহ বলেন, ‘হঠাৎ করে বলে লালার ব্যবহার বন্ধের কাজটা একেবারেই সহজ হবে না। ক্রিকেট শুরুর পর থেকেই এটা অভ্যাসে পরিণত হয়েছে। অনিচ্ছাকৃতই হয়তো থুতুর ব্যবহার করে ফেলবে কেউ কেউ। তাই প্রতিরোধে আমাদের কিছু করতে হবে। বোলাররা মাস্ক ব্যবহার করতে পারে। কিংবা এমন কিছু ব্যবহার করতে পারে যার কারণে তারা মনের ভুলেও বলে লালা মাখাতে পারবে না।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘আমাকে সন্ত্রাসী-সেলে নিয়ে দিনে ১৬-১৭ ঘণ্টা নির্যাতন করা হতো’

আমার সাথে চরম অন্যায় করা হয়েছে : নাফীস

সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর

স্যামির কাছে ক্ষমা চেয়েছেন ইশান্ত

ফিক্সিং ইস্যুতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি থারাঙ্গা