
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা।

চট্টগ্রাম টেস্টের একাদশে পরিবর্তন এনে উভয় দলই মাঠে নামছে আজকের এ ম্যাচে। ঢাকা টেস্টে শ্রীলঙ্কার হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে অকিলা ধনাঞ্জয়ার। অন্যদিকে, বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। দীর্ঘদিন পর একাদশে জায়গা পেয়েছন ৩৪-বছর বয়সী অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক। তার সাথে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে সাব্বির রহমানকে। সাব্বিরের অন্তর্ভুক্তিতে এ টেস্টে খেলা হচ্ছে না মোসাদ্দেক হোসেনের।
এর ফলে আগের টেস্টের মতো এ টেস্টেও সাত ব্যাটসম্যান, তিন স্পিনার ও এক পেসার নিয়ে লঙ্কানদের মোকাবেলা করতে মাঠে নামছে টাইগাররা।
সিরিজের প্রথম টেস্টে ফলাফলের দেখা না পেলেও ঢাকা টেস্টে ফল পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দলই। উল্লেখ্য, চট্টগ্রাম টেস্টে রীতিমত ব্যাটসম্যানদের ব্যাটে রানের ফুলঝুড়ি ছুটলেও এ ম্যাচে মিলছে বোলারদের সাথে ব্যাটসম্যানদের সমানতালে লড়াইয়ের আভাস।
Sri Lanka won the toss and opted to bat first in Dhaka Test. Bangladesh have been included Abdur Razzak and Sabbir Rahman in the XI in place of Sunzamul Islam and Mosaddek Hossain. #BANvSL pic.twitter.com/MdIhtD9VxX
— bdcrictime.com (@BDCricTime) February 8, 2018
প্রসঙ্গত, এ টেস্টে বাংলাদেশ জিতলে পারলে কিংবা ড্র করতে পারলেই আইসিসি টেস্ট র্যাংকিংয়ে উঠে যাবে নিজেদের সেরা অবস্থান অষ্টমস্থানে। যার ফলে কিছুতেই এ সুযোগ হাতছাড়া করতে চায় না টাইগাররা। [খেলাটির বল বাই বল লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে]
বাংলাদেশ (একাদশ)- তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবদুর রাজ্জাক ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ- দিমুথ করুনারাত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, দিলরুয়ান পেরেরা, রোশান সিলভা, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমল, অকিলা ধনাঞ্জয়া এবং লাহিরু কুমারা।
আরও পড়ুনঃ রেকর্ড বুকে অধিনায়ক বিরাট ‘রেকর্ড’ কোহলি