বোলিং দারুণ, বিশ্বকাপে ব্যাটিংয়ে অনেক পিছিয়ে গেছি : রুবেল
জাতীয় দলের পেসার রুবেল হোসেন বিডিক্রিকটাইমকে বলেন, বিশ্বকাপে বোলিং ইউনিটের পারফরম্যান্স তার দারুণ লেগেছে। ব্যাটাররা ভালো করলে টুর্নামেন্টে বাংলাদেশ আরও ভালো করতে পারত।

Adnan Ahmedক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-11-07T20:30:17+06:00
আপডেট হয়েছে - 2022-11-07T20:30:17+06:00
খেলার সারসংক্ষেপ
দুই জয় ও তিনটি পরাজয়ে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ। দক্ষিণ আফ্রিকা ম্যাচ হিসাবে না ধরলে পুরো টুর্নামেন্টে বোলিং ইউনিট ছিল দুর্দান্ত। তবে ব্যাটাররা ছিলেন নিষ্প্রাণ। জাতীয় দলের পেসার রুবেল হোসেন বিডিক্রিকটাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, বিশ্বকাপে বোলিং ইউনিটের পারফরম্যান্স তার দারুণ লেগেছে। ব্যাটাররা ভালো করলে টুর্নামেন্টে বাংলাদেশ আরও ভালো করতে পারত। এমনকি সেমিফাইনালও খেলতে পারত বলে ধারণা এই পেসারের।
বাংলাদেশ বোলিং ইউনিটকে বাহবা দিচ্ছেন রুবেল হোসেন।
বিডিক্রিকটাইমকে দেওয়া সাক্ষাৎকারে রুবেল বলছিলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ ভালোই তো (খেলেছে)। বোলিং সাইড নিয়ে আমার কাছে দারুণ লেগেছে। আর ব্যাটিং নিয়ে আমি বলব, টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা অনেকটা পিছিয়ে গেছি।”
“রেজাল্টের দিকে থেকে মনে হয়, গত ১৫ বছরে আমরা মূলপর্বে কোনো ম্যাচ জিতি নাই। দুই ম্যাচ জিতেছি। আমার কাছে তো মনে হয়, সফল বিশ্বকাপ। ব্যাটিং ভালো করতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে কিছু একটা অঘটন দেখতে পারত বাংলাদেশ। হয়তোবা সেমিফাইনাল পর্যন্ত খেলতে পারত। পুরো টুর্নামেন্টেই আমরা ভালো ব্যাটিং করতে পারি নাই। শুধুমাত্র বোলিংয়ের কারণেই যতটা সফলতা পেয়েছি। (দলীয় ফল) ভালো হয়েছে, ব্যাটিং ভালো হলে আরও ভালো কিছু হতে পারত।”
বিডিক্রিকটাইমকে দেওয়া রুবেল হোসেনের সাক্ষাৎকার - https://fb.watch/gEPWglG6zP/
বিশ্বকাপে বাংলাদেশের বোলারদের ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করতে দেখে দারুণ খুশি রুবেল। তিনি বলছিলেন, “ভালো তো অবশ্যই লাগবে। আমি একজন পেস বোলার। আমাদের দেশে ১৪০ প্লাস গতিতে তাসকিন, মুস্তাফিজ, হাসান বোলিং করে। মুস্তাফিজ কিন্তু শেষ ম্যাচে ১৪০ এ বল করেছে। এবাদত (এবাদত হোসেন) আছে। মোটামুটি সবাই জোরে বল করে। এইটা আমার নিজের কাছে ভালো লাগে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে নিয়মিত ১৪০ প্লাস গতিতে বল করে। এখন আমাদের দেশেও ১৪০ এর বোলার অনেক আছে।”
দীর্ঘদিন আন্তর্জাতিক ময়দানে খেলা রুবেল উত্তরসূরীদের কাছে অকপটে বোলিং অভিজ্ঞতা ছড়িয়ে দেন। তিনি বলেন, “বোলিং বাংলাদেশ টিমকে লিড করছে। বিশেষ করে মুস্তাফিজের সাথে নিয়মিত কথা হয়। তাসকিনের সাথে মাঝে মাঝে কথা হয়। আমার যতটুকু বলার ওদেরকে বলি। অভিজ্ঞতা শেয়ার করি। আমাদের কাছে ছোটরা আসলে যতটা বলার ততটুকু বলার চেষ্টা করি।”
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।