Scores

বোল্টকে হটিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে তাহির

র‌্যাকিংয়ে শীর্ষে উঠে এসেছেন স্পিনার তাহির।

আইসিসির  ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। শ্রীলংকার বিপক্ষে সিরিজে ১০ উইকেট নিয়ে এ গৌরব অর্জন করেন তিনি।

গত এক বছর ওয়ানডেতে দুর্দান্ত ক্রিকেট খেলেছে দক্ষিণ আফ্রিকা। এতে ব্যাটিংয়ে এবি ডি ভিলিয়ার্স, হাশিম আমলা, কুইন্টন ডি কক, ডু-প্লেসি ও বোলিংয়ে কাগিসো রাবাদাদের নাম বেশি আলোচনায় ছিল। কিন্তু স্পিনার বলে ইমরান তাহির হয়তো খুব বেশি আলোচনায় আসেননি।
তবে নীরবে নিজের কাজটা দুর্দান্তভাবেই করে গেছেন পাকিস্তান বংশোদ্ভূত এই স্পিনার। পুরস্কারটা পেতে খুব দেরি করতে হলো না। শ্রীলংকার বিপক্ষে সিরিজের আগে তৃতীয় স্থানে ছিলেন তাহির। তার রেটিং ছিল ৭১২। সিরিজে ৪৯ পয়েন্ট অর্জন করে নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ড এবং ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনিল নারিনকে পেছনে ফেলে শীর্ষে চলে আসেন এ প্রোটিয়া স্পিনার।
এই ক্যাটাগরির শীর্ষ দশ-এ বাংলাদেশের মধ্যে একমাত্র রয়েছেন সাকিব আল হাসান। ৬৪৩ রেটিং নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে রয়েছেন মাগুরার এই টাইগার।

এছাড়া, সিরিজে দারুণ ব্যাটিং করে আইসিসির র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো চতুর্থস্থানে স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। ডু প্লেসিস ৫ ম্যাচে দুই সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে ৪১০ রান করেন। ইমরান তাহির টি২০-তেও বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন।

ব্যাটম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স রয়েছেন দ্বিতীয়স্থানে। আর তৃতীয়স্থানে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

Also Read - ১৬ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো বাংলাদেশ


ওয়ানডে-তে অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। দ্বিতীয়স্থানে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিং :
র‌্যাংকিং                        খেলোয়াড়    রেটিং
১.    ইমরান তাহির    (দক্ষিণ আফ্রিকা)    ৭৬১
২    ট্রেন্ট বোল্ট          (নিউজিল্যান্ড)    ৭৫৭
৩    সুনীল নারাইন    (ওয়েস্ট ইন্ডিজ)    ৭১১
৪    মিচেল স্টার্ক           (অস্ট্রেলিয়া)    ৭০০
৫    জশ হ্যাজেলউড       (অস্ট্রেলিয়া)    ৬৮৪
৬    সাকিব আল হাসান   (বাংলাদেশ)    ৬৪৩
৭    ম্যাট হেনরি          (নিউজিল্যান্ড)    ৬৩৫
৭    কাগিসো রাবাদা     (দক্ষিণ আফ্রিকা)    ৬৩৫
৯    আদিল রশিদ            (ইংল্যান্ড)    ৬২৮
১০    মোহাম্মদ নবী      (আফগানিস্তান)    ৬১৯
  • মাকসুদুল হক, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এলেন বোলার হোল্ডার

টেস্ট র‍্যাংকিংয়ে সেরা পাঁচ বাংলাদেশি

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে রোহিত-বুমরাহদের উন্নতি

বাংলাদেশিদের মধ্যে শীর্ষে রিয়াদ-মুস্তাফিজ