Scores

উৎসুক ভক্তদের উপর চটেছেন কোহলি

ক্রিকেট আর গ্ল্যামার এক হয়েছে যে যুগলের মাধ্যমে- তারা হলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ক্রিকেট ও বলিউড আঙিনার প্রথম সারির এই দুই তারকার বিয়ের পর তাদের নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। তবে এই আগ্রহে এবার চটেছেন স্বয়ং কোহলি।

উৎসুক ভক্তদের উপর চটেছেন কোহলি

গত বছরের ৯ ডিসেম্বর ইতালির মিলানে বিয়ের পিঁড়িতে বসেন কোহলি এবং আনুশকা। এর আগে দীর্ঘ পাঁচ বছর চুটিয়ে প্রেম করেছেন দুজন। বিয়ের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ থেকে বিশ্রাম নিয়েছিলেন কোহলি; যাকে কিনা ভাবা হয় ভারতীয় দলের মেরুদণ্ড। তবে গণমাধ্যমে এর চেয়েও আলোচিত ব্যাপার হয়ে উঠেছিল কোহলি ও আনুশকার বিয়ে।

Also Read - হায়দরাবাদের অধিনায়ক-তত্ত্বে লক্ষ্মণের সাকিব-প্রসঙ্গ


২০১৭ সালের শেষ দিকে বিয়ের আসনে বসলেও হিসেব বলছে, ঐ বছর ভারতীয়রা ইন্টারনেটে সবচেয়ে বেশি অনুসন্ধান করেছেন কোহলি ও আনুশকার ব্যাপারে। দুজনে কোথায় যাচ্ছেন, কীভাবে যাচ্ছেন, কবে যাচ্ছেন থেকে শুরু করে কেন যাচ্ছেন- ভারতীয় গণমাধ্যম ব্যস্ত ছিল সবকিছু জানতে!

এই ব্যাপারগুলোতেই চটেছেন কোহলি। শুধু গণমাধ্যম নয়, ক্ষোভ উগড়ে দিয়েছেন ভক্তদের উপরও।

তিনি বলেন-

‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের এমন আগ্রহ আমাকে অস্বস্তিতে ফেলে। তবে আমি এখন তাদের সামলানো অনেকটাই শিখে ফেলেছি। তারকারাও তাদের মতো সাধারণ মানুষ। অন্যান্যদের মতো তাদেরও একটি ব্যক্তিগত জীবন আছে। আমাদের নিজেদের মতো থাকতে দেওয়া উচিত।’

তবে কোহলি যে এতে বিচলিত নন অতো, জানিয়েছেন সেটিও, ‘এখন আমি ব্যক্তিগত ও পেশাগত জীবনে সমতা করতে শিখেছি। যখন আমি আমার পরিবারের সঙ্গে থাকি তখন ক্রিকেটটা একেবারেই অফ রাখি। আমি চেষ্টা করি বন্ধুদের সাথে দেখা করার। সিনেমা দেখি, লং ড্রাইভে যাই। আমি আমার কুকুরের সাথে সময় কাটাতে ভালোবাসি।’

ব্যক্তিগত জীবন ও ক্রিকেট জীবন কোহলির কাছে সম্পূর্ণ পৃথক। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বলেন, ‘ক্রিকেটে থাকলে মন ও মাথা দুটোই সেখানে রাখি। সাথে স্বাভাবিক অনুশীলন আর জিম করা তো থাকেই।’

আরও পড়ুনঃ ক্যান্সার আক্রান্ত রকির স্বপ্ন পূরণ করলেন যুবরাজ

Related Articles

আনুশকাকে রেখেই অস্ট্রেলিয়ায় ছুটবেন কোহলি

কোহলি-আনুশকার ঘরে আসছে নতুন অতিথি

করোনা মোকাবেলায় কোহলি-আনুশকার ‘৩ কোটি’ অনুদান

করোনাভাইরাস প্রতিরোধে কোহলি-আনুশকার অনুরোধ

আনুশকার হয়ে ব্যাট করলেন কোহলি