Scores

সতীর্থদের কাঁধে চড়ে মাঠ ছাড়লেন আলিস

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৯তম ম্যাচে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন ক্রিকেটার আলিস ইসলাম।

হ্যাটট্রিক করা আলিসের বিরুদ্ধে রংপুরের অভিযোগ
আলিস ইসলাম। ছবি: বিডিক্রিকটাইম

শুক্রবার দিনের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় স্বাগতিক সিলেট সিক্সার্স ও বিপিএল্র চতুর্থ আসরের শিরোপা জেতা দল ঢাকা ডায়নামাইটস। টস জিতে ব্যাট করতে নামা সিলেট সিক্সার্সের ইনিংসের নবম ওভারে বল করতে নন স্ট্রাইকিং প্রান্তে আসেন ঢাকা ডায়নামাইটসের তরুণ স্পিনার আলিস ইসলাম।

বিপিএলে নিজের প্রথম ম্যাচেই ঢাকা ডায়নামাইটসকে ম্যাচ জেতানো আলিসের উপর দলের বোলিং লাইনআপ বেশ নির্ভরশীল। বড় স্কোরের পথে হাঁটা সিলেট সিক্সাসের গতিরুদ্ধ করতে আলিসের উপরই ।ভরসা রেখেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে বল হাতে আলিসের অ্যাকশনে যাওয়াটা সুখকর হয়নি।

এর আগে ১ ওভার বল করা আলিস ঐ ওভারের প্রথম বল করতে গেলে হুট করে পড়ে যান। মাটিতে লুটিয়ে পড়লে তাকে সেবা দিতে মাঠে ছুটে যায় মেডিকেল টিম। পরবর্তীতে চিকিৎসক-ফিজিওদের সহায়তা নিয়ে আলিসকে মাঠ ছেড়েই বেরিয়ে আসতে হয়।

Also Read - মহসিনরা জিতে নিলো ২য় জাতীয় হুইলচেয়ার ক্রিকেট


এর আগে ইনিংসের অষ্টম ওভারে মাঠের থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডিং করার সময় ডান হাঁটুতে ব্যথা পান আলিস। ধারণা করা হচ্ছে, সেই ব্যথাই বেড়ে যাওয়ায় বল করতে গিয়ে আকস্মিক মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

আলিসের চোটের অবস্থা সম্পর্কে এখনও জানা না গেলেও তার ধরন দেখে মনে হয়েছে চোটটি গুরুতরই।

প্রসঙ্গত, আসরের ১৯তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে এখন ব্যাট করছে সিলেট সিক্সার্স। এই প্রতিবেদন লেখার সময় ১০.৫ ওভার ব্যাট করে ৩ উইকেট হারানোর বিনিময়ে সিলেট সিক্সার্স সংগ্রহ করেছে ৭৮ রান। ২০ রান করে ক্রিজে রয়েছেন দলের অস্ট্রেলীয় অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এই ম্যাচের আগে ৫ ম্যাচ খেলে ঢাকা ডায়নামাইটস জয় পেয়েছে ৪টি ম্যাচে, অন্যদিকে মাত্র ২টি ম্যাচ জিতেছে সমান সংখ্যক ম্যাচ খেলা সিলেট সিক্সার্স। এই ম্যাচে তাই দলটি জয়ের জন্য মরিয়া হয়েই থাকবে।

 

Related Articles

বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেন আলিস

৮ মাস মাঠের বাইরে আলিস!

অ্যাকশন পরীক্ষার জন্য ভারত যাচ্ছেন আলিস

দুই সপ্তাহ খেলতে পারবেন আলিস

শুধু দুসরা নয়, সন্দেহের তালিকায় আলিসের সব ডেলিভারিই!