Scores

ব্যবধান কমালেন কোহলি, অপরিবর্তিত সাকিব

স্টিভ স্মিথকে কেউ কেউ বলেন টেস্টের রাজা। রাজার মতই তিনি ধরে আছেন টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ের শীর্ষস্থান। তবে সদ্য সমাপ্ত অ্যাডিলেড টেস্ট দিয়ে স্মিথের সাথে ব্যবধান কমিয়েছেন দুইয়ে থাকা বিরাট কোহলি।

কোহলিকে হটিয়ে টেস্টের সেরা ব্যাটসম্যান স্মিথ
এখনো শীর্ষেই আছেন স্মিথ। ফাইল ছবি

স্মিথের সাথে ২৫ রেটিং পয়েন্টের ব্যবধান কমিয়ে ব্যবধানের সংখ্যাটিকে ‘১৩’-তে নিয়ে এসেছেন ভারতীয় অধিনায়ক। যদিও সিরিজের বাকি তিনটি ম্যাচে তিনি খেলবেন না। অ্যাডিলেড টেস্টে কোহলির বেড়েছে ২ পয়েন্ট, অন্যদিকে স্মিথের কমেছে ১০ পয়েন্ট।

অ্যাডিলেড টেস্টের পারফরম্যান্সে ৩৩তম অবস্থানে উঠে এসেছেন অজি অধিনায়ক ও ব্যাটসম্যান টিম পেইন। ৫৯২ পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন তিনি। উন্নতি হয়েছে মার্নাস লাবুশেনেরও।

Also Read - বঙ্গবন্ধু টি-২০ কাপের 'সেরা একাদশ'

বল হাতে দারুণ পারফর্ম করা প্যাট কামিন্স নিজেকে শীর্ষস্থানে আরও পোক্ত করেছেন। ভারতের ব্যাটসম্যানদের ত্রাস ছড়ানো আরেক পেসার জশ হ্যাজলউড উঠে এসেছেন শীর্ষ পাঁচে। জাসপ্রিত বুমরাহকে পেছনে ঠেলে রবিচন্দ্রন অশ্বিন ভারতীয়দের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে (৯ম) উঠে এসেছেন।

অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ের শীর্ষ অবস্থানগুলোতে কোনো পরিবর্তন আসেনি। নিষেধাজ্ঞা কাটিয়ে চতুর্থ স্থানে অবস্থান করা সাকিব এবারো আছেন চতুর্থ স্থানে। শীর্ষে অবস্থান করছেন বেন স্টোকস।

একনজরে আইসিসি টেস্ট র‍্যাংকিং

  • ব্যাটসম্যান
অবস্থাননামরেটিং
১মস্টিভ স্মিথ৯০১
২য়বিরাট কোহলি৮৮৮
৩য়কেন উইলিয়ামসন৮৭৭
৪র্থমার্নাস লাবুশানে৮৩৯
৫মবাবর আজম৭৯৭
৬ষ্ঠডেভিড ওয়ার্নার৭৮৫
৭মবেন স্টোকস৭৬০
৮মচেতেশ্বর পূজারা৭৫৫
৯মজো রুট৭৩৮
১০মটম লাথাম৭২৪

 

  • বোলার 
অবস্থাননামরেটিং
১মপ্যাট কামিন্স৯১০
২য়স্টুয়ার্ট ব্রড৮৪৫
৩য়নেইল ওয়াগনার৮৪০
৪র্থটিম সাউদি৮২৫
৫মজশ হ্যাজলউড৮০৫
৬ষ্ঠকাগিসো রাবাদা৮০২
৭মমিচেল স্টার্ক৮০০
৮মজেমস অ্যান্ডারসন৭৮১
৯মরবিচন্দ্রন অশ্বিন৭৭৭
১০মজাসপ্রিত বুমরাহ৭৫৩

 

  • অলরাউন্ডার 
অবস্থাননামরেটিং
১মবেন স্টোকস৪৪৬
২য়জেসন হোল্ডার৪২৩
৩য়রবীন্দ্র জাদেজা৩৮৯
৪র্থসাকিব আল হাসান৩৬৬
৫মমিচেল স্টার্ক৩০১
৬ষ্ঠরবিচন্দ্রন অশ্বিন২৮০
৭মকলিন ডি গ্র্যান্ডহোম২৬৯
৮মক্রিস ওকস২৬৯
৯মপ্যাট কামিন্স২৫৭
১০মস্টুয়ার্ট ব্রড২২২

 

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

তিন ফরম্যাটেই শীর্ষ পাঁচে বাবর

হোল্ডারকে সরিয়ে এখন বিশ্বসেরা স্টোকস

অস্ট্রেলিয়া কীভাবে এক নম্বর, মানতেই পারছেন না গম্ভীর

খেলা বন্ধ থাকার পরও যে কারণে শীর্ষস্থান হারালো ভারত!

তিন বিভাগে টেস্ট র‍্যাংকিংয়ের সেরা ৫ ক্রিকেটার