ব্যাঙ্গালোরকে হারিয়ে চেন্নাইয়ের প্রতিশোধ
কঠিন সমীকরণের সামনে দাঁড়ানো চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে সহজ জয়ের দেখা পেয়েছে। ব্যাটসম্যান ও বোলারদের দৃঢ়তায় ৮ উইকেটের বড় জয়টি আসরে চেন্নাইয়ের চতুর্থ জয়।
দুবাইয়ে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। ভালো শুরু করেছিলেন দেবদূত পাড়িক্কাল ও অ্যারন ফিঞ্চ। স্যাম কারানের আঘাতে ভাঙে ব্যাঙ্গালোরের উদ্বোধনী জুটি। ফিঞ্চ আউট হন ১১ বলে ১৫ রানে। দলীয় ৪৬ রানের মাথায় বিদায় নেন দেবদূতও (২২)।
Also Read - শুরুতেই আউট মুমিনুল, ভালো শুরুর ইঙ্গিত লিটনেরঅধিনায়ক কোহলি ও এবি ডি ভিলিয়ার্স গড়েন ৮২ রানের জুটি। ডি ভিলিয়ার্সকে আউট করে এই জুটি ছেদ করেন দীপক চাহার। এই প্রোটিয়া তারকা করেন ৩৬ বলে ৩৯ রান। তার ইনিংসে ছিল চারটি চার। ১০ রানের ব্যবধানে ফিরে যান মঈন আলি ও কোহলি। কারানের দ্বিতীয় শিকার হয়ে মঈন ফেরেন ১ রানে। একই ওভারে কোহলিকে ফেরান তিনি। অধিনায়কের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৫০ রান।
নির্ধারিত ২০ ওভার শেষে ব্যাঙ্গালোর সংগ্রহ করে ৬ উইকেটের বিনিময়ে ১৪৫ রান। কারান ৩টি ও চাহার ২টি উইকেট শিকার করেন।
জবাবে চেন্নাইকে দুর্দান্ত শুরু এনে দেন ফাফ ডু প্লেসি ও ঋতুরাজ গায়কোয়াদ। ডু প্লেসির ১৩ বলে ২৫ রানের ক্যামিও ইনিংসের সমাপ্তি ঘটান স্বদেশি ক্রিস মরিস। চেন্নাইকে জয়ের পথেই রাখেন ঋতুরাজ ও আম্বাতি রাইডু। তারা গড়েন ৬৭ রানের জুটি। যুযবেন্দ্র চাহালের বলে বোল্ড হয়ে রাইডু প্যাভিলিয়নে ফিরে যান ৩৯ রানে। তার ২৭ বলের ইনিংসে ছিল তিনটি চার ও দুইটি ছয়।
বাকি সময়টা নির্বিঘ্নে পার করেন মহেন্দ্র সিং ধোনি ও ঋতুরাজ। ছক্কা মেরে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন ঋতুরাজ। তার ব্যাট থেকে আসে ৫১ বলে ৬৫ রান। ধোনি করেন ২১ বলে অপরাজিত ১৯ রান। ফলে ৮ উইকেটের জয় পেয়েছে চেন্নাই।
সংক্ষিপ্ত স্কোর
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৪৫/৬ (২০ ওভার)
কোহলি ৫০, ডি ভিলিয়ার্স ৩৯, দেবদূত ২২;
কারান ৩/১৯, চাহার ২/৩১;
চেন্নাই সুপার কিংস ১৫০/২
ঋতুরাজ ৬৫*, রাইডু ৩৯, ডু প্লেসি ২৫, ধোনি ১৯*;
চাহাল ১/২১, মরিস ১/৩৬;
চেন্নাই সুপার কিংস ৮ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।