Scores

‘ব্যাচেলর’ থেকে ‘বিবাহিত’ মুস্তাফিজ

অবশেষে নিজের ‘ব্যাচেলর’ সত্তাকে জলাঞ্জলি দিলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। শুক্রবার (২২ মার্চ) বিয়ের পিড়িতে বসেন ২৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার।

‘ব্যাচেলর’ থেকে ‘বিবাহিত’ মুস্তাফিজ

নিজ বাড়ি সাতক্ষীরায় পারিবারিক আয়োজনে ধুমধাম করেই মুস্তাফিজের বিয়ে সম্পন্ন হয়েছে। যদিও বিয়েকে ঘিরে গণমাধ্যমকে সজাগ দৃষ্টি রাখার সুযোগ দেওয়া হয়েছে কমই! তবে মুস্তাফিজের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুই পক্ষে উপস্থিতিতে ভালোভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

Also Read - বিশ্বকাপে প্রোটিয়াদের ফেভারিট মনে করেন না ক্যালিস


শুক্রবার দুপুর ৩টায় প্রায় ৩০ জন বরযাত্রী নিয়ে কনের বাড়ি যান মুস্তাফিজ। এ সময় তার গায়ে ছিল জাঁকজমক শেরওয়ানি। যদিও পরেননি কোনো পাগড়ী। নিজের পায়ে হেঁটেই বিয়ের মঞ্চে আসন গ্রহণ করেন। এরপর নওয়াপাড়া ইউনিয়নের বিবাহ রেজিস্টার আবুল বাশার ৫ লক্ষ এক টাকা দেন মোহরে মুস্তাফিজ ও তার স্ত্রী সাদিয়া পরভীন শিমুর বিয়ে পড়ান।

মুস্তাফিজের স্ত্রী শিমু বর্তমানে দেশের অন্যতম শ্রেষ্ঠ সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে অধ্যায়নরত। শিমুর বাবা দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের রওনাকুল ইসলাম বাবু। এক ভাই ও চার বোনের মধ্যে শিমু তৃতীয়।

২০১৮ সালে দেবহাটার সখিপুর খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ থেকে এ প্লাস পেয়ে তিনি উচ্চমাধ্যমিক পাস করেন। এর আগে ২০১৬ সালে নলতা হাইস্কুল থেকে এ প্লাস পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।

মুস্তাফিজের পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জঙ্গি হামলার চাক্ষুষ সাক্ষী হয়ে দেশে ফেরার পর বিষণ্ণ ছিলেন মুস্তাফিজ। তার অবসাদ দেখেই পরিবার থেকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। মায়ের পছন্দ অনুযায়ী মামার মেয়ে শিমুকেই পাত্রী হিসেবে বেছে নেন মুস্তাফিজ।

মুস্তাফিজ ও শিমুর বিয়ের অনুষ্ঠানে ক্রিকেট অঙ্গনের কেউ উপস্থিত ছিলেন না। পারিবারিক সূত্রে জানা গেছে, অনেকটা তাড়াহুড়া করে বিয়ের আয়োজন করায় সবাইকে আমন্ত্রণ করা সম্ভব হয়নি। তবে আইসিসি বিশ্বকাপের পর বড় আয়োজনের মাধ্যমে মুস্তাফিজ ও শিমুর জুটি গড়া উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন করা হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সোমবার থেকে বিক্রি হবে ফাইনালের টিকিট

ফাইনালের জন্য বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

সোমবার নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশের যুবারা

অনুশীলনে ফিরেছেন তামিম, এড়িয়ে গেলেন সংবাদমাধ্যম

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন না ধোনি