Scores

ব্যাটসম্যানদের কারণেই হেরেছি- হাতুরুসিংহে

ওয়েলিংটনে তিন পেসার নিয়ে খেলে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে এই টেস্টে বাংলাদেশের পেস আক্রমণে ছিলেন তাসিকন আহমেদ, শুভাষীশ রায় ও কামরুল ইসলাম রাব্বি। এরা তিনজন মিলে বল করেছেন ৯৯.২ ওভার, উইকেট নিয়েছেন সাতটি।

তবে এত কঠিন এক ম্যাচের পর খুবই কম বিশ্রাম পাচ্ছেন তারা। কারন তিন দিন পরেই ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টাইগারদের কোচ হাতুরুসিংহে জানান, এ তিন জনের কেউই এর আগে বোলিংয়ে এত চাপ নেয়নি। যেখানে তাসকিন প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছে প্রায় চার বছর আগে। শুভাষীশ ও রাব্বি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও এতটা চাপ নেয়নি। তবে তিনি জানান, এখানকার কন্ডিশন বোলারদের ফেভারে ছিল।

Also Read - আইপিএলকে জো রুটের 'না'


কোচ বলেন, ‘ব্যাক টু ব্যাক টেস্টে বোলারদের জন্য এটি একটি শারীরিক চ্যালেঞ্জ। যদি এদের পূর্বের ইতিহাস দেখা হয়, কেউই একদিনে ১৮ ও পরের দিনে ১৫ ওভার বোলিং করেনি। এখানে শারীরিক চ্যালেঞ্জটা মানসিক চ্যালেঞ্জেও রুপান্তর হয়। তবে ভালো দিক হচ্ছে এখানকার আবহাওয়া ফাস্ট বোলার উপযোগি।’

হাতুরু আরও বলেন, ‘শেষ খেলায় আমাদের আক্রমণটা দারুণ ছিল। আমাদের বোলারদের মধ্যে একজন শেষ তিন বছর প্রথম শ্রেণীর ক্রিকেটই খেলেনি। তবে এটা কোনো অযুহাত হতে পারে না। আমরা তাদের দেশের বাহিরে কিভাবে খেলতে হয়, সেভাবে প্রস্তুত করেছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয় প্রথম ইনিংসে তারা দুর্দান্ত বল করেছে। তারা ১৪০ গতিরও বল করেছে, যেখানে প্রচুর সুযোগ তৈরি করেছে। নিউজিল্যান্ডের অধিনায়কও (কেন উইলিয়ামসন) এটা স্বীকার করেছে। আর দ্বিতীয় ইনিংসে কি হয়েছে, সেটা কিছু করার ছিল না। আমরা ব্যাটসম্যানদের জন্য হেরেছি।’

  • মাকসুদুল হক, বিডিক্রিকটাইম।
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে মাশরাফি

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ভারত

মেডিকেল রিপোর্টের উপরেই নির্ভর করছে সাকিবের এনওসি

শঙ্কা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন মুস্তাফিজ

দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব