Scores

ব্যাটসম্যানদের নিয়ে হতাশ নির্বাচকরা

দল গঠনের মূল কাজটা তারাই করেন। দল ভালো করলেও তাই তাদের কৃতিত্ব, তেমনি খারাপ করলেও হতে হয় প্রশ্নবিদ্ধ। বেশ কিছু কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল গঠন ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।

দল ঘোষণায় দেরি কেন- জানালেন বাশার

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ টেস্ট সিরিজে দাঁড়াতেই পারেনি। যদিও দুটি ম্যাচেই একটি করে ইনিংসে বোলাররা সাধ্যমত চেষ্টা করেছেন। বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার মনে করেন, সব ব্যাটসম্যানের একসাথে অফ ফর্মে চলে যাওয়ার ঘটনা অস্বাভাবিক।

Also Read - ইনিংস হারও ঠেকাতে পারল না ইংল্যান্ড


তিনি বলেন, ‘এখন যারা খেলছে তারা কিন্তু অনেকদিন ধরেই খেলে আসছে। সবাই একসাথে অফ ফর্মে চলে যাওয়ার ঘটনা আসলে হয় না। একটা দলের একজন দুইজন ব্যাটসম্যান ফর্মে নাও থাকতে পারে। বাকিদের সেটা পূরণ করে দিতে হয়। কিন্তু এখন মুশফিক ছাড়া কেউই ধারাবাহিকভাবে রান করছে না। এ কারণেই সমস্যাটা হচ্ছে।’

টেস্ট এলেই ব্যাটিংয়ে কেন এই দৈন্যতা, তা খুঁজে বের করবেন নির্বাচকরা, জানালেন বাশার, ‘কেন এমন হচ্ছে, সেটা তো অবশ্যই আমরা বসে ভাবতে হবে। এভাবে ব্যাটিং করলে তো টেস্ট ম্যাচে ভালো কিছু হবে না।’


ব্যাটিং নিয়ে তাই হতাশা লুকাননি বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘এই ম্যাচটা ভালো যায়নি অবশ্যই, আমরা সবাই দেখেছি। ব্যাটিং ভালো হয়নি। প্রথম ইনিংসেও করিনি, দ্বিতীয় ইনিংসেও না। আমার মনে হয় বোলাররা ভালোই করছিল। ব্যাটিং নিয়ে তো অবশ্যই হতাশ।’

‘গত কয়েকটা টেস্ট ম্যাচে আমরা ভালো ব্যাটিং করছি না। যার কারণে ফলাফলও আমাদের পক্ষে আসছে না। যেকোনো টেস্ট ম্যাচেই ভালো করতে হলে ব্যাটিং ভালো হওয়া দরকার। বোলিং ভালো হলেও ব্যাটিং ভালো হচ্ছে না আমাদের।’– বলেন বাশার।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

৮২ শতাংশ ক্রিকেটারের কাছে টেস্টই সবচেয়ে গুরুত্বপূর্ণ 

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অবসরের কথা ভেবেছিলেন ব্রড

ইংলিশদের ৫০০তম শিকার হওয়া ‘অভ্যাস’ তার

ইতিহাসের সপ্তম বোলার হিসেবে ব্রডের ‘৫০০’ উইকেট

১১ বছর পর পাকিস্তানের টেস্ট দলে ফাওয়াদ, ফিরলেন ওয়াহাবও