
এশিয়া কাপ টি২০ তে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫১ রানে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের টি২০ ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়। তবে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার রয়েছে কিছু অতৃপ্তি। দলের ব্যাটিং পারফর্ম্যান্সে অসন্তোষ মাশরাফি। এশিয়া কাপের বাকি দুই ম্যাচ – শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ব্যাটসম্যানদের ভালো করার তাগিদ দিলেন মাশরাফি।
এশিয়া কাপের উদ্বোধনি ম্যাচে ভারতের বিপক্ষে একমাত্র সাব্বির রহমানই ভালো রান করতে পেরেছেন। ৪৪ রান করেছিলেন তিনি। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে মোহাম্মদ মিথুন ৪৭ ও মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ৩৬ রানের উপর ভর করে ১৩৩/৮ এর সংগ্রহ করে টাইগাররা। “টুর্নামেন্টের আগে তাকিয়ে দেখলে, আমরা নিজেদের মধ্যে অনেক ম্যাচ খেলেছি যেগুলোতে ১৫০ এর অধিক স্কোর ছিল। এর আগে আমরা আন্তর্জাতিক ম্যাচগুলোতেও ১৫০ এর অধিক রান করেছিলাম। তাই এখানে ভালো না করার কোন কারন দেখি না। আমি অবশ্যই বলবো গত দুই ম্যাচে আমাদের ব্যাটিং ভালো হয় নি,” বললেন মাশরাফি।
আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে ৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ৭০/১। কিন্তু মিডল-অর্ডার ব্যাটসম্যানদের বাজে ব্যাটিং পারফর্ম্যান্সে ১৮.২ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১১৪/৭ এ। শেষ ওভারে রোহান মুস্তাফার বলে মাহমুদুল্লাহ ১৭ রান তুলে নিলে বাংলাদেশ ১৩৩/৮ এর সংগ্রহ পায়।
মাশরাফি জানান, “উদ্বোধনি ব্যাটসম্যানদের ভালো শুরুর পর ১৫০ স্কোর হওয়া তেমন কঠিন ছিল না। কিন্তু আমরা পারি নি। বেশিরভাগ ম্যাচেই দেখা যায় মিডল ওভারে বেশি উইকেট হারানোর কারনে আমরা ম্যাচটি হেরে যাই। এটা এমন একটা জায়গা যেটার উন্নতিতে জোর দিতে হবে। এটা কঠিন হবে, তবে অসম্ভব নয়।”
-রাফিন, প্রতিবেদক, বিডিক্রিকটিম ডট কম.