‘ব্যাটিংয়ের সময় রাহুলের কাছে ক্ষমা চেয়েছি’- নিশামের টুইটে ম্যাক্সওয়েলের ঠাট্টা
গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলে ব্যাট হাতে এতটাই ম্লান ছিলেন যে, বীরেন্দর শেবাগ তাকে আখ্যায়িত করেছিলেন ‘১০ কোটি টাকার চিয়ারলিডার’ হিসেবে। এখানেই শেষ নয়, আরও অনেক সমালোচনা আর নিন্দা সহ্য করতে হয়েছে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে তার নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে। সেই ম্যাক্সওয়েল জাতীয় দলের জার্সিতে দুরন্ত।
কিংস ইলেভেন পাঞ্জাবে ম্যাক্সওয়েলদের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। ম্যাক্সওয়েল ভালো করতে ব্যর্থ হলেও বারবার তাকে সুযোগ দিয়েছেন একাদশে। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সামনেই শুক্রবার (২৭ নভেম্বর) ১৯ বলে ৪৫ রানের ঝড়ো এক ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। আইপিএলে হাঁকাননি একটি ছক্কাও, অথচ এদিন রাহুলের চোখের সামনে হাঁকান ৩টি ছক্কা।
Also Read - নিরাপত্তা ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণে ঢাকায় ক্যারিবীয় প্রতিনিধিদলআইপিএলে পাঞ্জাবের হয়ে খেলেছেন নিউজিল্যান্ডের জিমি নিশামও। সেখানে খুব একটা ভালো করতে না পারলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নিশাম ছিলেন বিধ্বংসী। নিশাম-ম্যাক্সওয়েলের হুট করে এমন জ্বলে ওঠা নিয়ে বিস্তর রসিকতা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এক হতাশ ভক্তের মাথায় রাহুলের মুখ লাগিয়ে কেউ একজন ব্যাঙ্গ করেছেন, ‘এটা রাহুল, জাতীয় দলের হয়ে ম্যাক্সওয়েল ও নিশামের ব্যাটিং দেখার পর।’
রসিক নিশাম সেই টুইট শেয়ার করেন নিজের অ্যাকাউন্ট থেকে। মজার ব্যাপার হল, এই ট্রল দৃষ্টি এড়ায়নি ম্যাক্সওয়েলেরও। নিজেদের কিংস ইলেভেন পাঞ্জাবের বন্ধু উল্লেখ করে ম্যাক্সওয়েল নিশামকে লিখেছেন, ‘ব্যাটিংয়ের সময় আমি রাহুলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি!’
Hahaha that’s actually pretty good @Gmaxi_32 😂 https://t.co/vsDrPUx58M
— Jimmy Neesham (@JimmyNeesh) November 28, 2020
I apologised to him while I was batting 😂 🦁 🙏 #kxipfriends ❤️
— Glenn Maxwell (@Gmaxi_32) November 28, 2020
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।