Scores

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মুস্তাফিজ

সফরকারী শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ চার দিনের টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আগের দুই ম্যাচে বাংলাদেশকে মোসাদ্দেক হোসেন নেতৃত্ব দিলেও, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচে স্বাগতিকদের অধিনায়কের ভূমিকায় রয়েছেন মোহাম্মদ মিঠুন।

বোলিংয়ে-ফিরলেন-মুস্তাফিজ

ইঞ্জুরি কাটিয়ে দীর্ঘদিন পর ‘এ’ দলের চার দিনের এই ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরছেন জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। মূলত উইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্য থেকেই তাকে এই ম্যাচে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।

Also Read - বিশ্বকাপ বাছাইয়ে সবার উপরে সালমারা


একাদশে মুস্তাফিজকে অন্তর্ভুক্ত করলেও জায়গা পাননি লেগ-স্পিনার জুবায়ের হোসেন। অন্যদিকে, চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে আগের দুই ম্যাচে খেলা একাধিক ক্রিকেটার নেই সিরিজ নির্ধারণী এই টেস্টে। প্রথম ম্যাচে দ্যুতি ছড়ানো জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন ও সাব্বির রহমানকে বিশ্রাম দেওয়ায় এই ম্যাচে খেলা হচ্ছে না তাদের।

তাছাড়া দ্বিতীয় টেস্টের দলে ডাক পাওয়া এনামুল হক বিজয়ও নেই সিলেটের এই টেস্ট ম্যাচের দলে। তাদের বদলে একাদশে জায়গা করে নিয়েছেন সাদমান ইসলাম, মিজানুর রহমান, মোহাম্মদ মিঠুনরা। একাদশে একাধিক পরিবর্তন আনার এই ম্যাচে খেলা হচ্ছে না তুষার ইমরানেরও। তার পরিবর্তে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে তরুণ মুখ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক সাইফ হাসানকে।

প্রসঙ্গত, ব্যাটিং দাপুটে দু’দলের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচ ড্র হওয়ার পর বৃষ্টি বাধায় দ্বিতীয় ম্যাচটিও অমিমাংসিতভাবে শেষ হলে তিন ম্যাচের সিরিজটি বর্তমানে ০-০ অবস্থানে বিদ্যমান রয়েছে। অর্থাৎ, মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া টেস্টে যে দল বিজয়ী হবে তাদের সামনেই থাকছে সিরিজটি জিতে নেওয়ার সুযোগ।

বাংলাদেশ একাদশঃ সৌম্য সরকার, সাদমান ইসলাম, আফিফ হোসেন, মিজানুর রহমান, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), জাকির হাসান (উইকেটরক্ষক), সাঞ্জামুল ইসলাম, নাইম হাসান, মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।


আরও পড়ুনঃ বিশ্বকাপ বাছাইয়ে সবার উপরে সালমারা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

নিজের নানির বাড়িতেই নিজেকে নতুন করে চেনালেন সাইফ

সাইফের অলরাউন্ড নৈপুণ্যে ‘এ’ দলের সিরিজ জয়

অলরাউন্ডার সাইফে সিরিজ জয়ের সুবাস পাচ্ছে ‘এ’ দল

সাইফের সেঞ্চুরিতে ‘এ’ দলের রান পাহাড়

কলম্বোতে সাইফ হাসানের ঝড়ো সেঞ্চুরি