ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে একাধিক পরিবর্তন
দুবাইয়ে এশিয়া কাপে সুপার ফোরের নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিয়েছে ভারত। বাংলাদেশের একাদশে এসেছে একাধিক পরিবর্তন। অন্যদিকে ভারতের একাদশে এক পরিবর্তন।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ একাদশে ছিলেন না মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান। তবে সুপার ফোরের প্রথম ম্যাচেই দলে ফিরেছেন এই দুই তারকা ক্রিকেটার। অন্যদিকে একাদশ থেকে বাদ পড়েছেন মুমিনুল হক ও গত ম্যাচে অভিষেক হওয়া আবু হায়দার রনি। অন্যদিকে ভারত দলে শুধু একটি পরিবর্তন হয়েছে। ইনজুরি আক্রান্ত হার্দিক পান্ডিয়ার জায়গায় দলে সুযোগ পেয়েছেন রবিন্দ্র জাদেজা।
Super Four- #INDvBAN
Also Read - এবার বলিউডে অভিষেক হচ্ছে কোহলির?India won the toss and bowl first. #AsiaCup2018
— bdcrictime.com (@BDCricTime) September 21, 2018
Playing XI
India: Rohit Sharma(c), Shikhar Dhawan, Ambati Rayudu, Dinesh Karthik, MS Dhoni(w), Kedar Jadhav, Ravindra Jadeja, Bhuvneshwar Kumar, Kuldeep Yadav, Jasprit Bumrah, Yuzvendra Chahal #INDvBAN #AsiaCup2018— AsianCricketCouncil (@ACCMedia1) September 21, 2018
এক নজরে দুই দলের একাদশ-
বাংলাদেশ একাদশঃ লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
ভারত একাদশঃ রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দীনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ এবং যুযবেন্দ্র চাহাল।
ম্যাচটির বল বাই বল স্কোর পেতে ক্লিক করুন এখানে- bdcrictime.com/live-scores
এদিকে সুপার ফোরের অপর ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান। উল্লেখ্য, গ্রুপ পর্বের দুই ম্যাচ জিতেছে ভারত ও আফগানিস্তান। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান জিতেছে একটি করে।
Afghanistan won the toss and elected to bat first against Pakistan in their first match of the super stage in the Asia Cup.#AFGvPAK #AsiaCup2018 pic.twitter.com/QvGLdkkIY1
— Afghan Cricket Board (@ACBofficials) September 21, 2018
[আরও পড়ুনঃ রশিদের চোখে ‘প্রেরণা ও তৃপ্তিদায়ক’ পারফরম্যান্স]