██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ব্যাটিংয়ে সমস্যা দেখছেন না বাবর, শাদাবের চাওয়া ইমপ্যাক্টফুল ইনিংস

বাবর সমস্যা না দেখলেও শাদাব, আজহার বলছেন সমস্যার কথা

ব্যাটিংয়ে সমস্যা দেখছেন না বাবর, শাদাবের চাওয়া ইমপ্যাক্টফুল ইনিংস

প্রকাশিত হয়েছে - 2024-04-22T19:34:14+06:00

আপডেট হয়েছে - 2024-04-22T19:34:14+06:00

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে সাত উইকেটে হেরেছে পাকিস্তান। পূর্ণশক্তির দল নিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে হেরেছে বাবর আজমের দল। হারের পর প্রশ্ন উঠছে দলের ব্যাটিং এর ধরন নিয়ে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]



আগে ব্যাট করা পাকিস্তান ব্যাটিংবান্ধব উইকেটে স্কোরবোর্ডে তোলে ৪ উইকেটে ১৭৮ রান। পাওয়ার প্লেতে ৫৪ রান তুললেও মোহাম্মদ রিজওয়ান ২১ বলে ২২ এবং বাবরের ২৯ বলে ৩৭ রানের ইনিংস নিয়ে রয়েছে প্রশ্ন। শেষদিকে শাদাব খান ঝড় তুললেও মার্ক চ্যাপম্যানের ৪২ বলে ৮৭ রানের দুর্দান্ত ইনিংসে জয় পায় ব্ল্যাকক্যাপসরা।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।


হারের পর পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান বলছেন, বড় ইনিংসের চেয়ে তাদের এমন ইনিংস দরকার, যেগুলোর ইমপ্যাক্ট বেশি। তাঁর মতে, “ মাঝেমধ্যে আপনার ইমপ্যাক্টপূর্ণ ইনিংস লাগবে, বিশেষ করে এখনকার টি-টোয়েন্টি ক্রিকেটে। টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে রান করে যাওয়া কঠিন নয়, ইমপ্যাক্টপূর্ণ ইনিংস খেলাটাই কঠিন।”


ব্যাটিং নিয়ে সন্তুষ্ট বাবর। সমস্যা দেখছেন না ব্যাটিং ধরনে। তিনি বলেন, “ আমার মনে হয় না (মাঝের ওভারে রানের গতি কমে যাওয়া) পার্থক্য গড়েছে। কারণ, আমরা শেষে তা পুষিয়ে দিয়েছি। আপনি বলতে পারেন আমরা ১০ রান কম করেছি। দুর্ভাগ্যজনকভাবে রিজওয়ানের চোটে ধাক্কা খেয়েছি। কারণ, নতুন ব্যাটারদের জন্য সহজ ছিল না। কিন্তু শাদাব পুষিয়ে দিয়েছে, ইরফানের (খান) সঙ্গে অসাধারণ জুটি গড়েছে। পিন্ডিতে ১৮০-১৯০ গড় রান।”


বাবর না মানলেও পাকিস্তানের প্রধান কোচ আজহার মেহমুদ ঠিকই মনে করছেন তারা রান কম করে করেছিলেন। স্বীকার করেন তারা রানের গতি কমিয়ে ফেলেছিলেন।


মেহমুদ বলেছেন, “আমরা অনেক ভালো শুরু করেছিলাম, প্রথম ৬ ওভারে আমাদের স্কোর ছিল ৫৪ রান, যেটি বেশ ভালো। শেষে শাদাবের ইনিংস দারুণ ছিল। মাঝের ওভারে আমরা ধীরগতির ছিলাম। ৭ থেকে ১০ ওভার এবং এরপর ১১ থেকে ১৫ ওভারের মধ্যে। বল তখন উইকেটে ধরছিল, আমরা গতি কমিয়ে ফেলেছি।”




বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.