Scores

ব্যাটিংয়ে ৫ ধাপ এগিয়েছেন সাকিব, বোলিংয়ে অবনমন

সদ্য সমাপ্ত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ৫ ধাপ এগিয়েছেন সাকিব আল হাসান। তবে বোলিংয়ে ১ ধাপ অবনমন হয়েছে বাংলাদেশ দলের অধিনায়কের।

ব্যাটিংয়ে ৫ ধাপ এগিয়েছেন সাকিব, বোলিংয়ে অবনমন

সিরিজ শুরুর আগে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে সাকিব ছিলেন ৩৭তম স্থানে। সিরিজ শেষে তার অবস্থান এখন ৩২। বুধবার আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিং হালনাগাদ করে। হালনাগাদকৃত র‍্যাংকিং অনুযায়ী বোলারদের মধ্যে সাকিবের অবস্থান ৮ম। যদিও ৭ম স্থানে থেকে সিরিজ শুরু করেছিলেন এই অলরাউন্ডার।

এছাড়া বোলারদের তালিকায় ২ ধাপ অনবমন হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের, তিনি এখন রয়েছেন ৫৬তম স্থানে। অলরাউন্ডারদের তালিকায় সাকিবের অবস্থান অপরিবর্তিত রয়েছে। এখনো দ্বিতীয় স্থানেই রয়েছেন তিনি। তবে ১ ধাপ অবনমনে রিয়াদ নেমে গেছেন ৫ম স্থানে।

Also Read - বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ চান রশিদ


হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে ত্রিদেশীয় সিরিজের ক্রিকেটারদের মধ্যে উন্নতি হয়েছে হজরতউল্লাহ জাজাইয়ের। ৫ম স্থানে থাকা এই ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট এখন ৭২৭, যা আফগানদের পক্ষে সর্বোচ্চ। এছাড়া বিদায়ী সিরিজে দারুণ ব্যাট করা জিম্বাবুয়ের সদ্য সাবেক অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা উঠে এসেছেন ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ের ২২তম স্থানে, যা জিম্বাবুয়ের যেকোনো ক্রিকেটারের পক্ষে সেরা অবস্থান।

এছাড়া সিরিজে ৭ উইকেট নিয়ে শীর্ষ ১০ বোলারের তালিকায় প্রবেশ করেছেন আফগান স্পিনার মুজিব উর রহমান। ২৯ ধাপ এগিয়ে ‘বড় লাফে’ তার অবস্থান এখন ৯ম।

এছাড়া নিজ নিজ দলের হয়ে ভালো করার সুবাদে নিজ নিজ ক্ষেত্রে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন ভারতের বিরাট কোহলি, শিখর ধাওয়ান; স্কটল্যান্ডের জর্জ মুন্সী, আলাসদাইর ইভান্স, রিচি বেরিংটন; দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, তাবরাইজ শামসি, অ্যান্ডিলে ফেসুকায়ো।

এদিকে দলগত র‍্যাংকিংয়ে এখনো ১০ম স্থানেই আছে বাংলাদেশ। ৯ম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে টাইগারদের রেটিং পার্থক্য মাত্র ১! বাংলাদেশ ২২৩ রেটিং নিয়ে রীতিমত নিঃশ্বাস ফেলছে ক্যারিবীয়দের ঘাড়ে।

একনজরে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচ

দলগত
১. পাকিস্তান
২. ইংল্যান্ড
৩. দক্ষিণ আফ্রিকা
৪. ভারত
৫. অস্ট্রেলিয়া

ব্যাটসম্যান

১. বাবর আজম
২. গ্লেন ম্যাক্সওয়েল
৩. কলিন মুনরো
৪. অ্যারন ফিঞ্চ
৫. হজরতউল্লাহ জাজাই

বোলার

১. রশিদ খান
২. ইমাদ ওয়াসিম
৩. শাদাব খান
৪. আদিল রশিদ
৫. মিচেল স্যান্টনার

অলরাউন্ডার

১. গ্লেন ম্যাক্সওয়েল
২. সাকিব আল হাসান
৩. মোহাম্মদ নবী
৪. রিচি বেরিংটন
৫. মাহমুদউল্লাহ রিয়াদ

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এলেন বোলার হোল্ডার

টেস্ট র‍্যাংকিংয়ে সেরা পাঁচ বাংলাদেশি

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে রোহিত-বুমরাহদের উন্নতি

বাংলাদেশিদের মধ্যে শীর্ষে রিয়াদ-মুস্তাফিজ