Scores

ব্যাটিং কোচের খোঁজে বিসিবি; চূড়ান্ত হয়নি ভেট্টোরির আসার দিনও

কিছুদিন আগেই বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসাবে দায়িত্ব পেয়েছিলেন ক্রেইগ ম্যাকমিলান। কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে সেই দায়িত্ব ছেড়ে দিতে হলো তাকে। এখন ব্যাটিং পরামর্শকের খোঁজে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্রুতই একজন ব্যাটিং পরামর্শক নিয়োগ দিতে চায়।

ব্যাটিং কোচের খোঁজে বিসিবি; চূড়ান্ত হয়নি ভেট্টোরি আসার দিনও

গতকালই (শুক্রবার) জানানো হয়েছিল, বাংলাদেশের দুই কিউই কোচ ড্যানিয়েল ভেট্টোরি ও ক্রেইগ ম্যাকমিলানকে শ্রীলঙ্কা সফর সামনে রেখে সরাসরি শ্রীলঙ্কা না গিয়ে বাংলাদেশের আসার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু পরের দিনই (শনিবার) ম্যাকমিলান এই দায়িত্ব থেকে পদত্যাগ করলেন তার বাবার মৃত্যুর কারণে। কাজ শুরুর আগেই আপাতত বাংলাদেশে ম্যাকমিলান অধ্যায় বন্ধ হয়ে গেল।

Also Read - দ্বিতীয় দফা ক'রোনা পরীক্ষায় নেগেটিভ '১৮' ক্রিকেটার


হঠাৎ ম্যাকমিলানের দায়িত্ব নিতে না পারার খবর বিসিবিকে অপ্রস্তুত পরিস্থিতিতে ফেলে দিয়েছে। এখনই কোনো সিদ্ধান্ত নেওাকে তাড়াহুড়া করা ভাবছেন বিসিবির প্রধান নির্বাহি নিজামউদ্দিন চৌধুরি। তবে বেশি সময়ও নিতে চায় না বিসিবি। যত দ্রুত সম্ভব টাইগারদের ব্যাটিং পরামর্শক নিয়োগ দেওয়া হবে আশ্বাস দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহি।

নিজামউদ্দিন আজ (শনিবার) সংবাদমাধ্যমকে বলেন, ‘যেটা উনি জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে উনি মানসিকভাবে প্রস্তুত না। তাই তার পক্ষে আপাতত এই সিরিজে দায়িত্ব নেওয়া সম্ভব হচ্ছে না। এখনই কোন সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। তার বিকল্প তো দেখতে হবে, আমাদের চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় দলের জন্য একজন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেওয়া যায়।’

নিউজিল্যান্ডের আরেক সাবেক ক্রিকেটার ভেট্টোরি বাংলাদেশের স্পিন বোলিং পরামর্শক। তিনি কবে আসবেন তাও এখনো নিশ্চিত নয় বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহি। নিজামউদ্দিনের ভাষ্যমতে, ভেট্টোরির বাংলাদেশে আসার সম্ভাবনাই বেশি। তবে শ্রীলঙ্কার স্বাস্থ্য প্রটোকল পাওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবেন।

তিনি বলেন, ‘এই মুহূর্তে কোন নতুন তথ্য নেই। যদি উনি আসেন সরাসরি এখানেই আসতে হবে। যেহেতু সরাসরি কলম্বোতে যাওয়া কঠিন, কলম্বোর স্বাস্থ্য প্রোটকলটা পেলে আমরা হয়ত বলতে পারব।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

ম্যাকমিলানের পর আসছেন না ভেট্টোরিও

বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দিলেন ম্যাকমিলান

শ্রীলঙ্কা নয়, ভেট্টোরি ও ম্যাকমিলান আসবেন বাংলাদেশে

ম্যাকমিলানকে টাইগারদের ‘ভালোমন্দ’ বুঝিয়ে দিয়েছেন ম্যাকেঞ্জি

ভেট্টোরি-ম্যাকমিলানদের সাক্ষাৎ মিলবে লঙ্কায়