Scores

ব্যাটিং গড়কে ‘৪৫’-এ নিয়ে যেতে চান সৌম্য

ক্যারিয়ার শেষে একজন ব্যাটসম্যানকে মূল্যায়ন করা হয় তার পরিসংখ্যান যাচাই করেই। কদিন আগে ফেসবুক লাইভে তামিম ইকবালও বলেছিলেন- গড় যাতে ভালো দেখায় এজন্য স্ট্রাইক রেট ধীর হলেও আপত্তি নেই তার, তবু ইনিংস বড় হোক। একই লক্ষ্য জাতীয় দলের আরেক বাঁহাতি ওপেনার সৌম্য সরকারেরও। 

ব্যাটিং গড়কে '৪৫'-এ নিয়ে যেতে চান সৌম্য

ক্যারিয়ার জুড়ে নানা আঙিনা মাড়ানো হয়েছে সৌম্যর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের মত আসরে পেয়েছিলেন আইকন খেলোয়াড়ের মর্যাদা। জাতীয় দলে অবশ্য এখনো থিতু হতে পারেননি। জাতীয় দলের ক্রিকেটার বলা যাবে নির্দ্বিধায়, তবে পাঁচ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ দলের হয়ে খেলা সৌম্যকে এখনো মাঝেমাঝে দলের বাইরে থাকতে হয়।

Also Read - সাকিবের মত পরিণতি চান না সৌম্য


পেস বোলিং অলরাউন্ডার হওয়ার চেষ্টায় থাকা সৌম্য ব্যাটিংয়েই বেশি মনোযোগ রাখছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার গড় ৩৪ ছুঁইছুঁই। এই ব্যাটিং গড়কে তিনি নিয়ে যেতে চান ৪৫-এ, অথবা অন্ততপক্ষে ৪০ এ তো বটেই।

ওপেনার হিসেবে সেই কাজ এত সহজ নয়। তবে সৌম্য সন্তোষজনক পারফরম্যান্সের মানদণ্ড হিসেবে মাথায় রাখছেন গড়ের উন্নতিকেই। বিডিক্রিকটাইমকে সৌম্য বলেন, ‘এখন হয়ত ৩০-৩৫ এর মত গড় আছে, আরও ভালো খেললে ৪০-৪৫ হবে। একেকজনের কাছে ভালো খেলার ধরন একেকরকম। ৩৫-৩৬ গড়কে যদি ৪০-৪৫ এ নিয়ে যাই, অবশ্যই ভালো লাগবে।’


দলে সুযোগ না পেলে আক্ষেপ হয় স্বভাবতই। তবে সুযোগ পেলে দেশের কথা মাথায় রেখেই ভালো করার চেষ্টা করেন সৌম্য। তিনি বলেন, ‘উত্থানপতন সবারই থাকে। সবসময় ভালো খেলার চেষ্টা করি, দেশকে কিছু দেওয়ার চেষ্টা করি। হয়ত সবসময় সমানভাবে পারফর্ম করতে পারি না, সবাইকে সমানভাবে খুশি করতে পারি না। তবে চেষ্টা করি।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

বাবরের নেতৃত্বে পাকিস্তানের প্রথম ওয়ানডের স্কোয়াড ঘোষণা

জিম্বাবুয়ের পাকিস্তান সফরসূচি চূড়ান্ত

পরীক্ষায় উতরে গিয়েও যে কারণে দলের বাইরে স্মিথ

ম্যাক্সওয়েল-মার্শের ব্যাটে চড়ে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ

ইংল্যান্ডের ওয়ানডে দলে যুক্ত হলেন রয়