Scores

ব্যাটিং প্র্যাকটিস শুরু করেছেন সাকিব

ইনজুরি থেকে ফেরার লড়াইয়ে থাকা ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং অনুশীলন শুরু করেছেন। বুধবার (১৪ নভেম্বর) মিরপুরে প্রথমবারের মত ব্যাট হাতে নেন তিনি।

ব্যাটিং প্র্যাকটিস শুরু করেছেন সাকিব

উইন্ডিজ সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে অনুশীলনে ফেরায় আসন্ন সিরিজে সাকিব অংশগ্রহণ করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। তবে এ নিয়ে কোনো তাড়াহুড়া অবশ্য সাকিবের মাঝে নেই। অনুশীলন চালিয়ে যেতে চান, বাকি সিদ্ধান্ত ছেড়ে দিচ্ছেন সময়ের হাতেই।

স্পিনের বিপক্ষে করা প্রথম দিনের ব্যাটিং অনুশীলনে অবশ্য বেশ সন্তুষ্ট সাকিব। ব্যথাও কমে গেছে অনেকটাই, যাতে কোনো অসুবিধা বোধ করেননি ব্যাট করার সময়। প্রথম দিনের অনুশীলনকে ‘অনেক ভালো’ আখ্যা দিয়ে বাংলাদেশ দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক বলেন, মাত্রই প্রথম ব্যাটিং করলামস্পিন দিয়ে আস্তে আস্তে শুরু করলামপ্রথম দিন হিসেবে ভালোই মনে হলোব্যথাটা সেভাবে বোঝা যায়নিসামনে যখন পেসটা বাড়বে, ভলিউম বাড়বে, তখন বোঝা যাবেএভাবে এগোতে থাকি, দেখা যাক কী অবস্থায়প্রথম দিন হিসেবে আমি বলবো, অনেক ভালো।’

Also Read - সেরা করদাতা হতে পেরে গর্বিত সাকিব


বুধবার শুরু করলেন ব্যাটিং, এরপর বৃহস্পতিবারই বোলিং ও ফিল্ডিং অনুশীলন শুরু করার প্রত্যাশা সাকিবের। তাতে যদি কোনো অসুবিধার সম্মুখীন না হন এবং উন্নতি দৃশ্যমান হয় তাহলে ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবেন।

সাকিব বলেন, সবই আস্তে আস্তে শুরু হবেকাল পরশু থেকে হয়তো ফিল্ডিং ও বোলিং শুরু করবোসব কিছুর জন্য সময় লাগবেএকবারেই সব শুরু করা সম্ভব হবে নাইম্প্রুভ হতে থাকলে ম্যাচ খেলার কথা চিন্তা করবো।’

সাকিবের ভাষ্য, মাঠে ফেরা নিয়ে তাড়াহুড়া করা যাবে না। তিনি বলেন, আস্তে আস্তে শুরু করেছিএরপর পেস বাড়ার পর বুঝতে পারবো কী হচ্ছেতাড়াহুড়ো করা যাবে নাএটা হলো প্রথম কথাকয়েক দিনের ভিতরে বুঝতে পারবো, কী হবে।’

আরও পড়ুন: যে কারণে রিয়াদের সাথে সিজদা দিয়েছিলেন মিরাজও

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ধারাবাহিকতা নেই সৌম্য-লিটনের ব্যাটে

হঠাৎ বদলে গেল বাংলাদেশের প্রতিপক্ষ

ট্রেন দুর্ঘটনায় মর্মাহত রিয়াদ

এনসিএলে চার ড্রয়ের দিনে আলো ছড়ালেন যারা

আক্রমণাত্মক অধিনায়ক হতে চান মুমিনুল