██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ব্যাটিং স্বর্গে সিরিজ বাঁচাতে টাইগারদের ২৯০ রানের লড়াকু পুঁজি

হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে তামিম ও রিয়াদের অর্ধশতকের ওপর ভর করে ২৯০ রানের পুঁজি পেয়েছে টাইগাররা।

ব্যাটিং স্বর্গে সিরিজ বাঁচাতে টাইগারদের ২৯০ রানের লড়াকু পুঁজি
Adnan Ahmed

Adnan Ahmedক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2022-08-07T17:06:57+06:00

আপডেট হয়েছে - 2022-08-07T17:14:56+06:00

খেলার সারসংক্ষেপ

  • সিরিজ বাঁচাতে জিততেই হবে এমন ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা।
  • টস হেরে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯০ রান।
  • জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। এই ম্যাচেও টস জিততে পারেননি বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। তবে সিরিজ বাঁচাতে চাইলে ম্যাচটা তামিমদের জিততেই হবে। হারারেতে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ২৯০ রানের লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ।

    সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৯০ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। 

    হারারের ব্যাটিংবান্ধব উইকেটে টাইগারদের শুরুটা অবশ্য মন্দ হয়নি। উইকেটের বিচারে পাওয়ার প্লেতে তামিম-বিজয়দের বিনা উইকেটে ৬২ রানকে খুব একটা ভালো বলার সুযোগও নেই। এই দুই ওপেনার পাওয়ার প্লেতে ডট খেলেন ৪০টি। ইনিংসের ১১তম ওভারে তামিম ৪৩ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৫৫তম অর্ধশতক তুলে নেন। তবে ফিফটি পূরণের দুই বল পরেই আর কোনো রান যোগ না করেই প্যাভিলিয়নের পথে ধরেন অধিনায়ক।

    আরেক ওপেনার বিজয়ের ভাগ্য অবশ্য এইদিন তার পক্ষে কথা বলেনি। নাজমুল হোসেন শান্তর খেলা একটি স্ট্রেইট ড্রাইভে বোলার টানাকা চিভাঙ্গার হাত ছুঁয়ে লাগে অপর প্রান্তের স্ট্যাম্পে। ক্রিজের বাইরে থাকা বিজয় দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে ২৫ বল থেকে তিন বাউন্ডারিতে ২০ রান করে সাজঘরে ফেরেন।

    বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

    ক্রিজে থিতু হয়েও নিজেকে মেলে ধরতে পারেননি মুশফিকুর রহিম। শান্তর সাথে দারুণ সম্ভাবনায় ৫০ রানের জুটির মৃত্যু ঘটে মুশফিকের পুরোনো রোগ স্লগ সুইপে। মাধেভেরেকে স্লগ সুইপে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ মিডউইকেটে মুনিয়োঙ্গার তালুবন্দি হন এই অভিজ্ঞ ব্যাটার। এদিকে ধীরগতিতে ব্যাট চালিয়ে ৫৫ বলে পাঁচ বাউন্ডারিতে ক্যারিয়ারসেরা ৩৮ রানের ইনিংস খেলে মাধেভেরেকে আরও একটি উইকেট দিয়ে বিদায় নেন শান্ত। ২৯.৩ ওভারে দলীয় সংগ্রহ তখন ৪ উইকেট হারিয়ে ১৪৮ রান।

    মুশফিক-শান্তর বিদায়ের পর দলের হাল ধরন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। এই জুটি থেকে আসে ৮১ রান। সিকান্দার রাজাকে রিভার্স সুইপ করতে গিয়ে ৪১ বলে ৪১ করে চিভাঙ্গাকে ক্যাচ দিয়ে আউট হন আফিফ। এরপর মেহেদী হাসান মিরাজ ১২ বলে ১৫ রান করে দ্রুত বিদায় নেন।

    ৬৯ বল থেকে ৩ চারে ওয়ানডে ক্যারিয়ারর ২৬তম অর্ধশতক পূর্ণ করেন রিয়াদ। শেষপর্যন্ত ৮৪ বল থেকে ৩টি চার ও তিনটি ছক্কায় ৮০ রান করে অপরাজিত থাকেন রিয়াদ। ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯০ রান।

    সংক্ষিপ্ত স্কোরকার্ড -

    বাংলাদেশ : ২৯০/৯ (৫০ ওভার)

    মাহমুদউল্লাহ ৮০*, তামিম ৫০, আফিফ ৪১

    বোলিং : রাজা ৩/৫৬, মাধেভেরে ২/৪০

    জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ২৯১ রান।

    বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

    বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

    একটি মন্তব্য করতেলগইনঅথবা

    More

                    ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                    ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                    ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                    ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                    ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                     ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   
    
    Developed By Coder71 Ltd.