ব্যাট হাতে জাতীয় লিগের সেরা পাঁচে নাসির
মাত্রই শেষ হল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১তম আসর। দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রথম শ্রেণির আসরের শিরোপা জিতেছে খুলনা বিভাগ। ক্রিকেটারদের নৈপুণ্যে এবারো লিগ ছিল উজ্জ্বল।
ব্যাট হাতে এবারের আসরে সবচেয়ে সফল ঢাকা বিভাগের তাইবুর রহমান। লিগে ব্যক্তিগত সর্বোচ্চ ৫২৩ রান তার। দ্বিতীয় স্থানে রয়েছেন খুলনার হয়ে খেলা জাতীয় দলের একসময়ের নিয়মিত মুখ এনামুল হক বিজয়। তাইবুরের পর তার রানই পাঁচশ পেরিয়েছে- ৫০৬, যদিও একটি রাউন্ডে খেলেননি।
Also Read - ইনস্টাগ্রাম পোস্ট যখন নিষেধাজ্ঞার কারণ!
লঙ্গার ভার্শনের স্পেশালিষ্ট ব্যাটসম্যান রকিবুল হাসানও একসময় খেলেছেন জাতীয় দলে। লিগে তিনি বেশ সফল। ৪৯৮ রান করেছেন এবার। আলোচিত-সমালোচিত নাসির ৪৬০ রান করেছেন বিতর্ককে মাথায় নিয়েই।
এছাড়া জাতীয় দলের আরেক সাবেক নাঈম ইসলাম ৪০৫ রান নিয়ে লিগের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক। শীর্ষ ১০ রান সংগ্রাহকের তালিকায় আরও আছেন সোহরাওয়ার্দী শুভ, শামসুর রহমান, পিনাক ঘোষ, ফজলে মাহমুদ ও মার্শাল আইয়ুব।
প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তুষার ইমরান এবারের লিগে রান সংগ্রাহকদের তালিকায় ১৯তম। ৬ ম্যাচের ৮ ইনিংসে ব্যাট হাতে নেমে খুলনার এই ব্যাটসম্যানের সংগ্রহ ২৭১ রান। হাঁকিয়েছেন মোটে তিনটি ফিফটি।
একনজরে ২১তম এনসিএলের শীর্ষ ১০ ব্যাটসম্যান
নাম | ম্যাচ | ইনিংস | রান | সেরা ইনিংস | গড় | শতক | অর্ধ-শতক |
তাইবুর রহমান (ঢাকা) | ৬ | ১০ | ৫২৩ | ১১০ | ৫৮.১১ | ২ | ২ |
এনামুল হক বিজয় (খুলনা) | ৫ | ৯ | ৫০৬ | ১৫১* | ৭২.২৮ | ২ | ২ |
রকিবুল হাসান (ঢাকা) | ৬ | ১০ | ৪৯৮ | ৯৯ | ৫৫.৩৩ | ০ | ৬ |
নাসির হোসেন (রংপুর) | ৬ | ১১ | ৪৬০ | ১৬১* | ৫১.১১ | ১ | ৩ |
নাঈম ইসলাম (রংপুর) | ৬ | ১০ | ৪০৫ | ১৩৫ | ৪০.৫০ | ১ | ১ |
সোহরাওয়ার্দী শুভ (রংপুর) | ৬ | ১০ | ৩৯৫ | ১০৫ | ৪৩.৮৮ | ১ | ৩ |
শামসুর রহমান (ঢাকা) | ৬ | ৮ | ৩৭৭ | ১১৪ | ৫৩.৮৫ | ২ | ২ |
পিনাক ঘোষ (চট্টগ্রাম) | ৬ | ১১ | ৩৭৫ | ১০০ | ৪১.৬৬ | ১ | ৩ |
ফজলে মাহমুদ (বরিশাল) | ৬ | ৮ | ৩৩৬ | ১৪১ | ৪২ | ১ | ২ |
মার্শাল আইয়ুব (ঢাকা) | ৫ | ৫ | ৩৩৪ | ১৬৩ | ৮৩.৫০ | ২ | ০ |
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।