Scores

ব্যাট হাতে লড়তেও প্রস্তুত নারাইন

ক্যারিবীয় ক্রিকেটার সুনীল নারাইন মূলত একজন বোলার। বাঁহাতি এই অফ স্পিনারকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার হিসেবে আখ্যা দিলেও ভুল হবে না। তবে সম্প্রতি যেন ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ‘অলরাউন্ডার’ তকমা গায়ে চড়াতে উঠেপড়ে লেগেছেন ওয়েস্ট ইন্ডিজের এই অভিজ্ঞ ক্রিকেটার!

ব্যাট হাতে লড়তেও প্রস্তুত নারাইন
সিলেট সিক্সার্সের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচে বল করছেন নারাইন। ছবিঃ বিডিক্রিকটাইম

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও যে ভালোই পারেন সেই প্রমাণ নারাইন রেখেছেন সর্বশেষ আইপিএলে। প্রত্যেক আইপিএলেরই লাইমলাইটে থাকা এই ক্রিকেটার আইপিএলের সর্বশেষ আসরে খেলেছিলেন কয়েকটি বিধ্বংসী ইনিংস। এমনকি গড়েছিলেন আসরের দ্রুততম ফিফটি করার কীর্তিও। সেই নারাইন চলমান বিপিএলে খেলছেন বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের হয়ে।

সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রয়োজনে ঢাকা ডায়নামাইটসের হয়েও ব্যাট হাতে লড়তে প্রস্তুত আছেন তিনি।

Also Read - বিপিএলে মাঠে বসে ধূমপান!


নারাইন বলেন, ‘দল আমাকে যা করতে বলবে তাই করবো। তবে আমাদের ওপেনিং অর্ডার খুবই ভালো। তারপরেও যদি প্রয়োজন হয় আমি ব্যাটিং করবো।’

বিপিএলের পঞ্চম আসরে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে মোটে পাঁচটি উইকেট শিকার করেছেন নারাইন। খুলনা টাইটান্সের বিপক্ষে খেলেছিলেন ১১ বলে ১৬ রানের একটি ইনিংসও; যেখানে ছিল দুটি ছক্কার প্রদর্শনী। সব মিলিয়ে নিজের পারফরমেন্সে সন্তুষ্ট নারাইন উপভোগ করছেন সময়টাকে।

তিনি বলেন, ‘আমি উপভোগ করছি। যেহেতু আমি এই মুহূর্তে সফল তাই।’

২৯ বছর বয়সী তারকা স্পিনার ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে এখন পর্যন্ত খেলেছেন ৪৮টি টি-২০ ম্যাচ। বিশ্বের ঘরোয়া টি-২০ লিগগুলোতে রয়েছে তার আকাশচুম্বী জনপ্রিয়তা। ইতিপূর্বে বরিশাল বার্নার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়েও বিপিএল মাতাতে দেখা গেছে ক্যারিবীয় এই ক্রিকেটারকে।

নারাইনের দল ঢাকা ডায়নামাইটস এখন পর্যন্ত আসরে তিনটি ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে। বর্তমানে দলটির অবস্থান পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। ১৪ নভেম্বর নিজেদের চতুর্থ ম্যাচে আবারও খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে তারা। তারকায় ঠাসা ঢাকা চাইলে এই ম্যাচে নারাইনের কাছ থেকে ব্যাটিং সুবিধাটাও নিতে পারে!

আরও পড়ুনঃ বড় জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে বাংলাদেশ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

দলের ‘স্পন্সর’ নয়, টুর্নামেন্টের ‘টাইটেল স্পন্সর’ হতে চায় বেক্সিমকো

‘স্পন্সর’ হয়ে বিপিএলে থাকতে আপত্তি নেই ডায়নামাইটসের

সাকিবের চুক্তিতে অসন্তুষ্ট বিসিবি!

বিপিএলে ঢাকার অধিনায়ক সাকিব নাকি মরগান

বিপিএলে ঝড় তুলতে আসছেন ডেভিড মিলার