Scores

ব্রাভো-পোলার্ডের একই জার্সি নম্বরের কারণ

এগারতম আইপিএলের উদ্বোধনী ম্যাচে যে বিষয়গুলি নজর কেড়ে নিয়েছে সবার, তার মধ্যে একটি ছিল ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ডের একই নম্বরের জার্সি।

ব্রাভো-পোলার্ডের একই জার্সি নম্বরের কারণ

ব্রাভো এবং পোলার্ডের মধ্যে খুঁজতে গেলে পাওয়া যাবে অনেক মিল। দুজনই খেলেন একই টেস্ট খেলুড়ে দলের হয়ে, দুজনেরই চাহিদা টি-২০ ক্রিকেটে আকাশচুম্বী। আইপিএলের এবারের আসরে ব্রাভো খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে এবং পোলার্ড খেলছেন বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।

Also Read - ক্রিকেটারদের সুবিধার্থে আইসিসির নতুন গাইডলাইন


আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুজনের দল। ম্যাচ শুরু হওয়ার পর দেখা যায়, ব্রাভো এবং পোলার্ড দুজনের জার্সি নম্বর ৪০০!

এটি দেখে স্বভাবতই সবার মনে জাগে প্রশ্ন- কেন একই নম্বরের জার্সি পড়েছিলেন জাতীয় দলের দুই সতীর্থ?

অবশেষে সেই প্রশ্নের জবাব মিলেছে। কদিন আগেই প্রথম ক্রিকেটার হিসেবে ৪০০ টি-২০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন কাইরন পোলার্ড। অন্যদিকে ডোয়াইন ব্রাভো প্রথম বোলার হিসেবে পেয়েছেন ৪০০ উইকেট। এই দুই উদযাপনের জন্য তারা বেছে নিয়েছেন আইপিএলের উদ্বোধনী ম্যাচকেই।

জবাবটা দিয়েছেন চেন্নাইয়ের ক্রিকেটার ব্রাভো। তিনি বলেন, ‘পোলার্ড প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এবং আমি প্রথম বোলার হিসেবে ৪০০ উইকেট পেয়েছি। তাই আমরা ঠিক করেছিলাম, যদি আমরা দুজনই আইপিএলের প্রথম ম্যাচে খেলি তাহলে ভিন্ন কিছু করব।’

পরিকল্পনা বাস্তবায়নের জন্য দুজনে দুজনের দলের সঙ্গে কথা বলে ব্যবস্থা করেন অভিনব উদযাপনের। অবশ্য একই নম্বরের জার্সি পরে উদযাপন যেহেতু শেষ হয়ে গেছে, তাই তারা আবারও ফিরে যাবেন নিজ নিজ পুরনো জার্সি নম্বরে। ব্রাভো বলেন, ‘এটা আমাদের দুজনের জন্যই ব্যক্তিগতভাবে দারুণ মাইলফলক। পোলার্ড মুম্বাইয়ের সঙ্গে কথা বলে, আর আমি চেন্নাইয়ের সঙ্গে। তারা আমাদের অনুমতিও দেয়। টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতে আমরা আমাদের নিজ নিজ জার্সিতে ফিরে যাব।’

উল্লেখ্য, ঐ ম্যাচে মুম্বাইকে ১ উইকেটে পরাজিত করে চেন্নাই। ম্যাচ সেরা হন ব্রাভো।

আরও পড়ুনঃ মুরালিধরণকে সাকিবের শ্রদ্ধা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএল মামলায় মীমাংসা পাচ্ছেন স্টার্ক

‘ব্রাভো-নারাইনদের অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করেছে আইপিএল’

আইপিএলের জন্য সিরিজ পেছাল ইংল্যান্ডও

রোহিতদের জন্য পুরো ভবনই ভাড়া নিবে মুম্বাই

স্পন্সর নিয়ে ভারতীয়রাই উপহাস করছে আইপিএলকে