Scores

ব্রিস্টলে বৃষ্টির জয়

বিশ্বকাপের চলতি আসর শুরু হওয়ার আগে থেকেই ছিল বৃষ্টির ভয়। আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচে বৃষ্টি হানা দিলেও অবশেষে ওভার কমিয়ে খেলা শেষ করা হয়। কিন্তু ব্রিস্টলে পাকিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচে বৃষ্টি টসই হতে দেয়নি।

শুক্রবার ব্রিস্টলে পাকিস্তানের মুখোমুখিহ হওয়ার কথা শ্রীলঙ্কার। স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় শুরু হওয়ার কথা ম্যাচ। সেই সময়ের অনেক আগে থেকেই বৃষ্টি হানা দেয় ব্রিস্টলে। স্থানীয় সময় দুইটা পাঁচ মিনিটে থেমেছিল বৃষ্টি।

Also Read - “সেমিফাইনালে যেতে হলে প্রত্যেক ম্যাচ গুরুত্বপূর্ণ”


এরপর আম্পায়াররা একাধিকবার মাঠ পরিদর্শন করেন। কিন্তু খেলা গড়াবার জন্য মাঠ উপযুক্ত ছিল না। দীর্ঘ অপেক্ষার পর স্থানীয় সময় বিকেল ৩ টা ৪৫ এ ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার নাইজেল লং এবং ইয়ান গোল্ড।

পরিত্যক্ত ঘোষণার ফলে পাকিস্তান শ্রীলঙ্কা একটি করে পয়েন্ট ভাগাভাগি করে। দুই দলেরই এখন তিন ম্যাচ শেষে তিন পয়েন্ট। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলে তিনে রয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তান রয়েছে চার নম্বরে। এ আসরে প্রথমবারের মতো কোনো ম্যাচ পরিত্যক্ত হলো। তবে সামনের কিছু ম্যাচেও বেরসিক বৃষ্টি বাগড়া দিতে পারে।

শনিবার বিশ্বকাপের দুইটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় কার্ডিফের সোফিয়া গার্ডেনে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। দিবারাত্রির ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নিউজিল্যান্ড। এ ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায়।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক খবর সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অনিশ্চয়তায় রিয়াদের বাকি বিশ্বকাপ

মঙ্গলবার জানা যাবে রিয়াদের চোটের সর্বশেষ

ভারতের বিপক্ষে সেরাটা ঢেলে দেওয়ার অপেক্ষায় বাংলাদেশ

এভাবেও ফেরা যায়!

উইকেট শিকারীদের প্রথম পাঁচে সাইফউদ্দিন