Scores

ব্রেট লি’র মতে বিশ্বকাপ জিততে পারে অস্ট্রেলিয়া

বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ১৫ দিন। ইতোমধ্যে দলগুলো নিজেদের মত করে প্রস্তুতি নিচ্ছে। অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি মনে করেন এবারের বিশ্বকাপ জেতার সম্ভবনা রয়েছে অস্ট্রেলিয়ার।

সরাসরি ভারত যাচ্ছেন অজিরা

স্মিথ-ওয়ার্নার এক বছর নিষেধাজ্ঞার সময় অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে খুঁজেই পাওয়া যায়নি। সিরিজ হারার পাশাপাশি নিজেদের ফর্মও হারিয়ে ফেলেছিল। তবে এই দুই তারকা ক্রিকেটারকে ছাড়াই বিশ্বকাপের আগে ফর্মে ফিরে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। ভারতের মত দলকে তাদের মাটিতে সিরিজ হারানোর পর পাকিস্তানকেও ওয়ানডেতে হারিয়েছে অস্ট্রেলিয়া।

Also Read - সিরিজ খোয়ানো পাকিস্তান পেল সান্ত্বনা


তার মধ্যে আরও বড় খবর নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন দুই তারকা ক্রিকেটার স্মিথ ও ওয়ার্নার। তাই তো নিজেদের ফেবারিট দাবি করতেই পারে অস্ট্রেলিয়া। দেশটির কিংবদন্তী পেসার ব্রেট লিও বিশ্বকাপে নিজেদের পিছিয়ে রাখছেন না। বললেন বিশ্বকাপে নিজের দেশের সম্ভবনা নিয়ে। ভারতের সংবাদমাধ্যম আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে এসব বলেন লি।

“আমার মনে হয় এইবার অস্ট্রেলিয়ার সম্ভবনা অনেক। তারা খুবই ভালো দল গঠন করেছে। যদিও দলে এক বোলার, ঝাই রিচার্ডসনের ইনজুরি সমস্যা ছিল তবে তার পরিবর্তে দলে ইতোমধ্যে আরেক পেসারকে নেওয়া হয়েছে। আর দেখেন সব দলই সেরা প্রস্তুতিটা নিয়েই বিশ্বকাপে যাবে। দেখার বিষয় তারা ইংলিশ উইকেটে কীভাবে নিজেদের মানিয়ে নেয়।”

ইংল্যান্ডের কন্ডিশন সাধারণত অনেকটাই ব্যাটিং বান্ধব হয়। এছাড়াও বর্তমানে ইংল্যান্ড ও পাকিস্তানের ওয়ানডে সিরিজও বোলারদের জন্য সুবিধা কম থাকছে। ইংল্যান্ড বলেই যে ফাস্ট বোলাররা জ্বলে উঠবেন না বিশেষ করে এই সময়টায় সেটিও মনে করিয়ে দিলেন এই কিংবদন্তী পেসার।

“আমাদের মাথায় রাখতে হবে কোন সময়টায় বিশ্বকাপ আয়োজন হচ্ছে। তখন জুন-জুলাই থাকবে। এই সময়টায় সাধারণত উইকেটে পেসারদের জন্য তেমন কিছু থাকে না। মানুষ হয়ত এটাই ভাবছে। তবে নতুন বলে তাদের ভাবনা ঠিক রয়েছে কিন্তু পরবর্তীতে পেসারদের সুবিধা আদায় করে নিতে কঠিনই হবে।”

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সম্ভাবনাময় বিশ্বকাপের প্রথম ম্যাচের সামনে বাংলাদেশ

বিশ্বকাপে পাকিস্তানের সবচেয়ে বড় পরাজয়

উইন্ডিজের বিশ্বকাপ রিজার্ভ লিস্টে পোলার্ড ও ব্রাভো

লেস্টারে পৌঁছেছে বাংলাদেশ দল

বাংলাদেশ থেকে সাবধান পাকিস্তানকে রমিজ রাজা