Scores

বড় জয়ে শেষ চারের লড়াইয়ে টিকে রইলো নাসিররা

চিটাগং ভাইকিংসকে লো-স্কোরিং ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে চলমান একেএস বিপিএল ২০১৭ আসরের শেষ চারে যাওয়ার লড়াইয়ে টিকে রইলো সিলেট সিক্সার্স।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫০ উইকেটের মাইলফলস স্পর্শের পর সতীর্থদের সাথে উদযাপনে নাসির।

মিরপুরের হোম অব ক্রিকেটে একেএস বিপিএল ২০১৭ আসরের ৩৭তম ম্যাচে টস জিতে চিটাগং ভাইকিংসকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানিয়ে বল হাতে ধ্বংসলীলায় নামেন সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন। স্লো উইকেটে নাসিরের বুদ্ধিদীপ্ত ঘূর্ণি জাদুতে ম্যাচের শুরু থেকেই কোণঠাসা অবস্থানে চলে যায় চিটাগং।

Also Read - এক ম্যাচে নাসিরের দুই মাইলফলক স্পর্শ


দলীয় ৩০ রানে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চলমান আসরের সবচেয়ে কম রানে অল-আউট হওয়ার শঙ্কায় পড়ে দলটি। ইরফান শুকুর নিজের সাধ্যমত সর্বোচ্চটা উজাড় করে দিয়ে প্রতিরোধ গড়তে চাইলেও প্রতিপক্ষ বোলারদের বোলিং তোপে সফলতার মুখ দেখেননি। তিনি ১৫ রান করে আউট হলে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পর ১২ তম ওভারে ৬৭ রানে থামে চিটাগংয়ের ইনিংস।

চিটাগংয়ের পক্ষে সর্বোচ্চ ১৫ রান আসে শুকুরের ব্যাট থেকে তাছাড়া লুইস ১২ ও স্টিয়ান ভ্যান ১১ রান করেন।

ক্যারিয়ারের ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শের দিন ৩১ রান খরচায় ১১তম বোলার হিসেবে বিপিএলের ইতিহাসে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার গৌরব অর্জন করেন নাসির। তাঁর পাশাপাশি নাবিল সামাদ ৭ রান খরচায় ৩টি ও সামিউল্লাহ ২৩ রানের বিনিময়ে দুটি উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে সিলেটকে উড়ন্ত সূচনা এনে দেন আন্দ্রে ফ্লেচার ও মোহাম্মদ রেজওয়ান। দুই উদ্বোধনী ব্যাটসম্যানের দৃঢ়তায় কোন উইকেট না হারিয়েই ৫৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে তরী ভিড়ায় সিলেট। ফ্লেচার ৪ চার ও ১ ছয়ে ৩৪ রানে আর রেজওয়ান ৬ চারে ৩৬ রানে অপরাজিত থাকেন।

সংক্ষিপ্ত স্কোরকার্ড-
চিটাগং ভাইকিংসঃ ৬৭/১০ ১২ (ওভার)
শুকর ১৫; নাসির ৩১/৫, নাবিল ৭/৩

সিলেট সিক্সার্সঃ ৬৮/০ (১১.১ ওভার)
ফ্লেচার ৩৪*, রেজওয়ান ৩৬

ফলঃ সিলেট সিক্সার্স ১০ উইকেটে জয়ী।

 


আরও পড়ুনঃ এক ম্যাচে দুই মাইলফলক স্পর্শ নাসিরের

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

চিটাগং ভাইকিংসের মালিকানা নিচ্ছেন না আকরাম খান ও আ জ ম নাছির

বিপিএলে থাকছে না চিটাগং ভাইকিংস

টি-টোয়েন্টির জন্য নির্বাচকদের ভাবনায় রাব্বি!

খালেদের বোলিং দেখে মুগ্ধ মরিসন

সুযোগ পেয়েও ব্যর্থ আশরাফুল