Scores

বড় দলগুলোর মত ‘ঝুঁকি’ নেওয়ার পক্ষে মুমিনুল

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের একাদশে ছিলেন ৫ বোলার। টেস্টে বোলারদের ব্যাটসম্যানদের মত প্রাধান্য দিয়ে খেলার নজির টাইগারদের খুব বেশি নেই। তবে দীর্ঘ ব্যাপ্তির এই ফরম্যাটে এই প্রচলন চান অধিনায়ক মুমিনুল হক। 

জয়ের লক্ষ্যেই শেষ দিন মাঠে নামবে শ্রীলঙ্কা
প্রথম টেস্টে বাংলাদেশের বাংলাদেশের বোলিং ইউনিট সামলেছেন ৫ নিয়মিত বোলার। ফাইল ছবি

সমুদ্রে ঘেরা শ্রীলঙ্কার গরমের কথা ভেবে বাংলাদেশের একাদশে রাখা হয়েছিল ৩ জন পেসার ও ২ জন স্পিনার। ব্যাটসম্যানদের দাপটে ড্র হওয়া হওয়া ম্যাচে বোলারদের খাটুনিও হয়েছে অনেক। উইকেট বিবেচনায় আগামী ম্যাচেও দেখা যেতে পারে ৫ বোলার, ইঙ্গিত মুমিনুলের।

প্রসঙ্গত, ২৯ এপ্রিল একই ভেন্যুতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

Also Read - তামিমের মত খেললে পাঁচটি শতক হত কিনা সন্দেহ : মুমিনুল

একাদশে ৫ বোলার রাখার বিষয়ে তিনি বলেন, ‘এসব ম্যাচের আগের দিন উইকেট দেখে এরপর সিদ্ধান্ত নেওয়া যায়। আমার কাছে মনে হয় ৫ বোলার নিয়ে এই ম্যাচে সুবিধাই হয়েছে। তবে ৬ ব্যাটসম্যান নিয়ে খেলা একটু ঝুঁকিপূর্ণও ছিল।’

ঝুঁকিপূর্ণ হলেও বড় দলগুলোর মত বোলিং ইউনিট মজবুত রাখার পক্ষেই মুমিনুল। তিনি বলেন, ‘পাঁচটা বোলার খেলিয়ে কিছুটা লাভ হয়েছে আমার মনে হয়। টেস্টে সবময়ই এমন করা উচিত, বড় দলগুলো যেগুলা সবসময় করে আরকি।’

এক্ষেত্রে মুমিনুলের দাবির পক্ষে কথা বলছে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামের ম্যাড়মেড়ে উইকেট। ব্যাটসম্যানদের দায়িত্বশীলতা বাড়ানোর জন্যও একাদশে ছয় ব্যাটসম্যানের বেশি রাখতে নারাজ টাইগার দলপতি।

তিনি জানান, ‘শ্রীলঙ্কার কন্ডিশনে খেলতে হলে আমার মনে হয় পাঁচটা বোলার সবসময় দরকার। দুই মাস পর টেস্ট খেলছি। কেউ ইঞ্জুরিতে পড়লেও বিপদে পড়তে হতে পারে। যদি টেস্টে সামনে এগিয়ে যেতে চান তাহলে এভাবেই খেলা উচিৎ। ছয় ব্যাটসম্যান থাকলে সবাই একটু দায়িত্ব নিয়ে ব্যাটিং করে। আর ২০ উইকেট নিতে গেলে এখানে ৫ বোলার অবশ্যই দরকার।’

Related Articles

আমাদের দল ভারসাম্যপূর্ণ, সব বিভাগেই পরিপূর্ণ : রিয়াদ

মেহেদীকে ওয়ান ডাউনে খেলানোর কারণ ব্যাখ্যা করলেন রিয়াদ

পুরনো চোটে কাবু মুস্তাফিজ, ব্যথা নিয়ে করেছেন বোলিং

শামীম অসাধারণ ট্যালেন্ট, দারুণ অলরাউন্ডার : রিয়াদ

হারের জন্য ব্যাটিং ও ফিল্ডিংকে দুষলেন রিয়াদ