Scores

বড় দায়িত্ব নিয়ে ফিরছেন পোলার্ড

বিশ্বকাপে ব্যর্থতার পর ঘরের মাঠে ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে ভরাডুবি ওয়েস্ট ইন্ডিজ দলের। এমতাবস্থায় সাদা পোশাকে এখনো দলের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের উপর আস্থা রাখলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি জন্য দলের নেতৃত্বে পরিবর্তন আনলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দুই ফরম্যাটেই কাইরন পোলার্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে যেই পোলার্ডকে বসানো হয়েছে এই চেয়ারে, সেই পোলার্ড শেষবার ওয়ানডে খেলেছেন তিন বছর আগে অর্থাৎ ২০১৬ সালে। পোলার্ডকে অধিনায়ক করা নিয়ে অবশ্য দ্বিধাবিভক্ত ছিল ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের সদস্যরা। ছয়জন ডিরেক্টর তার পক্ষে ভোট দিলেও ছয়জন ভোট দিতে বিরত থাকেন। তবে শেষপর্যন্ত অবশ্য সেই পোলার্ডেই আস্থা রাখেছে ওয়েস্ট ইন্ডিজ।

Also Read - পাকিস্তান সফরে শ্রীলঙ্কা দলের নেতৃত্বে শানাকা-থিরিমান্নে


অধিনায়ক হিসেবে পোলার্ডের প্রথম মিশন আফগানিস্তানের বিপক্ষে। নভেম্বরে ভারতে রশিদ খানের দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও একটি টেস্ট খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রসঙ্গত, ২০১৫ সালে একদিনের ক্রিকেটে ক্যারিবিয়ানদের নেতৃত্ব পান জেসন হোল্ডার। দায়িত্ব পাওয়ার পর ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮৬টি ওয়ানডে ম্যাচের মধ্যে মাত্র ২৪টি ম্যাচ জিতেছেন তিনি, যেখানে পরাজয় ৫৪টি ম্যাচে। ড্র ২টি ও ৬টি ম্যাচে ফল হয়নি।

অন্যদিকে ২০১৬ সালে টি-টোয়েন্টির দায়িত্ব পান কার্লোস ব্রাথওয়েট। অধিনায়কত্ব পাওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩০টি ম্যাচ খেলেছে ক্যারিবীয়রা। এর মধ্যে ১১টি ম্যাচ জিতলেও হেরেছে ১৭টি ম্যাচে। আর ২টি ম্যাচে ফল হয়নি।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

অল্পের জন্য প্রাণে বাঁচলেন থমাস

ব্রাভো-পাওয়েলদের নিয়ে ক্যারিবীয়দের ওয়ানডে দল

সিমন্স-ঝড়ে উড়ে গেল আয়ারল্যান্ড

নিজেকে শিশু মনে হচ্ছে ব্রাভোর!

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাভো