Scores

বড় বিপদ থেকে বাঁচলেন হেইডেন

বড় ধরনের বিপদ থেকে বেঁচে ফিরেছেন অস্ট্রেলিয়ার সাবেক বিধ্বংসী ব্যাটসম্যান ম্যাথু হেইডেন। সার্ফিং করতে গিয়ে আরেকটু হলেই নিজেই জীবন বিসর্জন দিতে বসেছিলেন তিনি।

বড় বিপদ থেকে বাঁচলেন হেইডেন

ছুটি কাটাতে পরিবারের সাথে হেইডেন ঘুরতে গিয়েছিলেন কুইন্সল্যান্ডের নর্থ স্ট্র্যাডব্রোক দ্বীপে। সেখানে ছেলের সাথে সার্ফিং করছিলেন। এমন সময় ঘটে মারাত্মক এক দুর্ঘটনা। সার্ফিংরত অবস্থায় প্রবল ঢেউয়ের ধাক্কায় ছিটকে পড়েন বালিতে। সাথে সাথে কপাল ফেটে রক্ত ঝরতে থাকে তার।

Also Read - দিনমজুরি করে স্বপ্নের পথে ক্রিকেটার শাওন

এই আঘাতে মাথা ও কপালে গুরুতর চোট পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার। হাসপাতালে নেওয়ার পর পরীক্ষানিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, হেইডেনের শিরদাঁড়ায় চিড় দেখা দিয়েছে। সেই সাথে ছিঁড়ে গেছে বেশ কয়েকটি লিগামেন্ট। বিপদমুক্ত হলেও বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে, সেই সাথে মেনে চলতে হবে চিকিৎসকের পথ্য। তবে চিকিৎসক আশ্বস্ত করেছেন, বিশ্রামে সুস্থ হয়ে উঠবেন তিনি।

হাসপাতালের বিছানায় শুয়ে নিজের চোট পাওয়া মাথার একটি ছবি পোস্ট করেছেন হেইডেন। তারকাদের জন্য জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে পোস্ট করা ঐ ছবিতে দেখা যাচ্ছে, আঘাত ও আঘাত পরবর্তী চিকিৎসায় হেইডেনের মাথার বেশ কয়েক জায়গায় দাগ পড়ে গেছে। দুর্ঘটনার পরের সময়ে পাশে থাকা সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। হেইডেন বলেন, আকর্ষণ কেড়ে নিতে আমার এটাই সবশেষ পোস্ট, সত্যি প্রতিজ্ঞা করছিযারা আমাকে সহায়তা করেছে তাদের সবাইকে অনেক ধন্যবাদনিরাপদ থেকে বলতে পারছি অল্পের জন্য রক্ষা পেয়েছিসুস্থ হওয়ার পথেই আছি

হেইডেন আরও বলেন, ঘণ্টাখানেক সার্ফিং করার পর এটা ঘটেছিলআমরা অর্ধেক ডজন ঢেউ ভালোই সামলেছিলামকিন্তু, এটা ডান দিক থেকে এসেছিলআমি ডাক করে তলায় চলে গিয়েছিলামতারপর ঠিক কী হয়েছে, তা মনে নেইমাথায় কাঁটা অবস্থায় আছড়ে পড়েছিলাম সৈকতেনিজের ওজন এবং ঢেউয়ের চাপে মাথা মচকেও গিয়েছিলঘাড়ের কাছে ভাঙার যেন শব্দও শুনতে পেলাম

আরও পড়ুন: সানীর ৭ উইকেট, উজ্জ্বল আশরাফুল

 

নিউজটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপেও রান-ফোয়ারা অব্যাহত রাখতে চান স্মিথ

‘অস্ট্রেলিয়ার কাছে অনেক কিছু শেখার আছে’

শচীনের সেমিফাইনালের লাইনআপে যেসব দল

পন্টিংয়ের চোখে ইংল্যান্ডের ‘ভয়ঙ্কর খেলোয়াড়’ যিনি

মাথায় আঘাত পেয়ে মাঠের বাইরে খাজা