Scores

বড় ম্যাচে ভালো করার পরিকল্পনা ছিল সৌম্যর

‘কষ্ট তো করছিই… এই অবস্থা থেকে কীভাবে উত্তরণ করা যায়। সামনে বড় একটা আসর। নিজেকে মেলে ধরার চেষ্টা করব।’- এক দিন আগে বিডিক্রিকটাইমের সাথে আলাপকালে এভাবেই বলছিলেন সৌম্য সরকার। দুঃসময় থেকে উত্তরণ ঘটবে কয়েক ঘণ্টা পরই, তখনও কি ভেবেছিলেন!

বড় ম্যাচে ভালো করার পরিকল্পনা ছিল সৌম্যর

সর্বশেষ নিউজিল্যান্ড সফরে তার পারফরম্যান্স ছিল ‘মন্দের ভালো’। দেশে ফিরে প্রিমিয়ার লিগে নিজেকে মেলে ধরতে পারছিলেন না। বল হাতে দলের সাফল্যে টুকটাক অবদান রাখলেও ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ। কিন্তু সৌম্য তো ক্রিকেট পাড়ায় পরিচিত ব্যাটসম্যান হিসেবেই!

অবশেষে সৌম্য জ্বলে উঠেছেন, তাও মোক্ষম সময়ে। যে ম্যাচ হেরে বসলে খোয়াতে হত শিরোপা, সেই ম্যাচ জিতে উজ্জ্বল করেছেন চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা। ম্যাচ শেষে সৌম্য মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের।

Also Read - টেন্ডুলকারের টোটকা চান পাকিস্তানি ব্যাটসম্যান


১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলা সৌম্য বলেন, ‘প্রিমিয়ার লিগে যত ম্যাচ খেলেছি, তার কোনোটায় আমি ভালো করিনি। তারপরও টিম ম্যানেজমেন্ট আমাকে খেলিয়েছে। আজ ছিল বড় ম্যাচ, চিন্তা ছিল এমন ম্যাচে বড় কিছু করতে পারলে আত্মবিশ্বাস বাড়বে। এরকম পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলাম।’

পরিকল্পনা নাহয় বাস্তবায়ন করতে পেরেছেন। কিন্তু কোনো চাপ কি কাজ করেনি? বিশ্বকাপ দলে সুযোগ পেলেও সমালোচনা তো পিছু ছাড়ছিল না! সৌম্য বলেন, ‘চাপ বলতে- নিজের কাছে খারাপ লাগছিল। রান করতে পারছিলাম না। অথচ জাতীয় দলের হয়ে রান ছিল। বারবার নিজেকে প্রশ্ন করছি, কেন ভুল করছি!’

তিনি বলেন, ‘আজ হয়তো শুরুটা ভালো হয়েছিল। চেষ্টা করেছি বড় একটা ইনিংস খেলার। তারপরও আগেই আউট হয়ে গিয়েছি, ২৫তম ওভারে। যদি ক্রিজে থাকতে পারতাম তাহলে আরও বড় ইনিংস খেলতে পারতাম।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক