Scores

বড় শাস্তি পেতে যাচ্ছেন সাব্বির!

বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে সবচেয়ে আলোচিত ক্রিকেটারের নাম সাব্বির রহমান। মাঠ এবং মাঠের বাইরে, দুটোতেই বেশ আলোচিত জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। সম্প্রতি আবারো আলোচনায় এসেছেন সাব্বির। উইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন আবারো শৃঙ্খলা ভঙ্গের কাজে জড়িয়ে পড়েন এই হার্ড হিটার ব্যাটসম্যান। আলোচনায় এসেছে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন।

বড় শাস্তি পেতে যাচ্ছেন সাব্বির!

ওয়ানডে সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকে তাকে নিয়ে এক ক্রিকেট সমর্থক পোস্ট দিলে সেটির উত্তর দেন সাব্বির। ঐ সমর্থকদের মতে তার ওই পোস্টের পর ইনবক্সে অকথ্য ভাষায় গালি-গালাজ সহ আরও বাজে ব্যবহার করেন সাব্বির। যদিও সেটি অস্বীকার করেন সাব্বির। ঘটনার তিনদিনের মাথায় নিজের সত্যায়িত ফেসবুক পেজে ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন তিনি।

Also Read - সিদ্ধান্ত সাকিবের উপরেই ছেড়ে দিল বিসিবি


ঐ সময় তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল দাবি করেন সাব্বির। বিষয়টি নজরে এসেছে বিসিবির। সেই সূত্র ধরে একাদশে জায়গা পাননি উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। এবার ঘটনায় বড় ধরণের শাস্তির সম্মুখীন হতে পারেন সাব্বির এমনটা ইঙ্গিত দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালক কমিটির প্রধান আকরাম খান। তার মতে, ইতোমধ্যে তার বিষয়টি বিসিবির শৃঙ্খলা বিভাগে এসে পৌঁছেছে। সেই সাথে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সুনাম বজায় রাখতে যেকোন পদক্ষেপ নিতেও রাজি বিসিবি।

‘অবশ্যই এই ধরনের সমস্যায় আমরা তো অ্যাকশানে যাবো। এর আগেও আমরা অনেকবার অ্যাকশানে গিয়েছি, এবারো সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করব এবং সিরিয়াস অ্যাকশান নিব। আমরা চাই না কেউ বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করুক।’

এর আগেও বেশ কয়েকবার শৃঙ্খলা ভঙ্গের কাজের সঙ্গে জড়িত ছিলেন সাব্বির। ঘরোয়া ক্রিকেটে এক দর্শক পেটানোর অভিযোগ উঠে তার নামে। ফলে শাস্তিস্বরূপ বাদ পড়েছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে এবং ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল ঘরোয়া ক্রিকেট থেকে। এর আগেও নারী জনিত কাজে লিপ্ত থাকায় শাস্তি পেয়েছিলেন সাব্বির। এবার দেখাই যাক কী ধরণের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন জাতীয় দলের এই হার্ড-হিটার ব্যাটসম্যানের জন্য।

আরও পড়ুনঃ সাকিবের উপরেই সিদ্ধান্ত ছেড়ে দিল বিসিবি

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

চিটাগং ভাইকিংসের মালিকানা নিচ্ছেন না আকরাম খান ও আ জ ম নাছির

ক্রিকেটারদের চুক্তির মেয়াদ কমাচ্ছে বিসিবি

দেশের বাইরেও ভালো করতে চায় বাংলাদেশ

ডমিঙ্গোর পেশাদারিত্বে মুগ্ধ আকরাম

‘ক্রিকেটে উন্নতি’র জন্য সভায় বসলেন সাকিবরা