Scores

বড় স্কোরের প্রত্যাশাই করছেন মাশরাফি

প্রথম ওয়ানডেতে জয়ের স্বস্তি নিয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার (২৪ অক্টোবর) মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ খর্ব শক্তির জিম্বাবুয়ে এবং ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বলে এই ম্যাচের মাধ্যমেই সিরিজ জয়ের প্রত্যাশা স্বাগতিক দলের।

তিন সপ্তাহেই ফিরবেন মাশরাফি; দেবাশীষের প্রত্যাশা
দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং-বান্ধব উইকেটই প্রত্যাশা করছেন মাশরাফি বিন মুর্তজা। ফাইল ছবি

শুধু দ্বিতীয় ওয়ানডে নয়, তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটিও অনুষ্ঠিত হবে সাগরিকায়। তবে মিরপুরের বিচিত্র উইকেট পেছনে ফেলে এই দুই ম্যাচকে সামনে রেখে আলোচনায় ঘুরেফিরে আসছে ম্যাচের উইকেট। সেক্ষেত্রে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কেমনটি ভাবছেন?

ম্যাচকে সামনে রেখে চট্টগ্রামে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে উইকেট নিয়ে ইতিবাচক প্রত্যাশাই করেছেন। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের আনপ্রেডিক্টেবল আচরণ নিয়ে শঙ্কায় ছিলেন ক্রিকেটাররা। এবার অবশ্য মাশরাফির শঙ্কা নেই, বরং রয়েছে প্রত্যাশা- উইকেট হবে ব্যাটিং বান্ধব।

আর তাই মাশরাফি ম্যাচে বড় স্কোরেরই প্রত্যাশা করছেন। সাংবাদিকদের মাশরাফি বলেন, এখানে উইকেট ন্যাড়া হয়আরও বেশি রান হয়কোনো অঘটন না হলে বড় স্কোর আশা করছি।’

Also Read - শাহিনের বোলিং তোপে প্রথম দিনে স্বস্তিতে বাংলাদেশ


তবে বড় স্কোরের প্রত্যাশা করলেই কেবল হচ্ছে না; থাকছে কখন ব্যাট করলে উইকেট কেমন থাকবে সেই বিষয়টিও। তাই মাশরাফি বিবেচনায় রাখছেন উইকেটে শুরুতে কেমন টার্ন থাকবে সেটিও।

‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটার বলেন, আগে ব্যাটিং করলে উইকেটে কতটা টার্ন থাকবে সেটার ওপর নির্ভর করছে স্কোরপরে ব্যাটিং করলে শিশির থাকবেতখন আরও স্বচ্ছন্দে ব্যাটিং করা যাবে।’

উল্লেখ্য, স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার অনুষ্ঠিত হবে সাগরিকা খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এর আগে প্রথম ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে ২৮ রানে হারানোয় ইতোমধ্যে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের লক্ষ্যে রয়েছে টাইগাররা।

আরও পড়ুন: বেঙ্গল টাইগার্সের হয়ে ‘টি-টেন লিগ’ মাতাবেন তামিম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

জিম্বাবুয়েকে উড়িয়ে বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়ে ফিরলেন তানজিদ

কমে গেল ম্যাচের দৈর্ঘ্য, বাংলাদেশের লক্ষ্য ১৩০

বৃষ্টিতে বাধাগ্রস্ত বাংলাদেশের ছন্দ

বাংলাদেশের বোলিং তোপে বিপর্যস্ত জিম্বাবুয়ে