SCORE

সর্বশেষ

ভক্তের চিঠিতে মুগ্ধ তামিমের উত্তর

আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। কেবল বুঝতে উঠা শিশু থেকে বৃদ্ধ, সবাই যেন ক্রিকেটকে ভালোবাসে। বাংলাদেশকে সমর্থন করে। যার ফলে ক্রিকেটারদের রয়েছে অসংখ্য ভক্ত। তাদের ভালোবাসায় তারকারা এগিয়ে যাওয়ার শক্তি সঞ্চয় করেন। পাশাপাশি ভক্তদের প্রিয় তারকার কাছে থাকে নানান আবদার। তেমনি তামিমের এক ক্ষুদে ভক্ত এই বামহাতি ক্রিকেটারের সাথে দেখা করার বাসনা জানিয়ে তামিমকে চিঠি লিখেছেন।   [আরো পড়ুনঃ মাশরাফির অধিনায়কত্ব পছন্দ ছিল না সিডন্সের!]


২০১৬ সালে তামিমের সেই ক্ষুদে ভক্ত পেন্সিলে লিখেন, “প্রিয় তামিম। আমি তাদওয়ার ইয়াজদান সাইয়ান। আপনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। আমি আপনার মতো হতে চাই। আমি আপনার বিশাল ভক্ত। আমার সাথে বন্ধুত্ব করবেন? আমি শুধু  আপনার মতো হতে চাই। আমরা কি লাঞ্চে একসাথে দেখা করতে পারি?- ভালোবাসা, তাদওয়ার।”

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিম তাঁর সেই ক্ষুদে ভক্তের লিখাটা পোস্ট করে লিখেন, “আমি মনে করি, আল্লাহ’র দেয়া অন্যতম সৃষ্টি ক্রিকেট। আর সম্ভবত সারা দুনিয়াব্যাপি ক্রিকেট ভক্তদের তাদের দেশের ক্রিকেটারদের প্রতি ভালোবাসা একই রকম। আমার অসাধারণ ভক্ত, যাদের জন্য আমরা খেলি।” 
উল্লেখ্য, বাংলাদেশের জার্সি গায়ে এখন পর্যন্ত ১৭৪ টি একদিনের ম্যাচ খেলেছেন তামিম ইকবাল খান। এর মাঝে ১৭২ ইনিংসে ব্যাট করে ৩৪.৩২ গড়ে ৫৭৬৬ রান করেছেন তামিম। ৩৮ টি অর্ধশতকের পাশাপাশি আছে ৯ টি শতক। সর্বোচ্চ ১৫৪, জিম্বাবুয়ের বিপক্ষে। এদিকে ৫২ টেস্টের ১০০ ইনিংসে ব্যাট করে ৩৯.২৫ গড়ে ৩৮৮৬ রান করেছেন তামিম। ২৪ টি অর্ধশতকের পাশাপাশি আছে ৮ টি শতক। সর্বোচ্চ স্কোর ২০৬, পাকিস্তানের বিপক্ষে। অন্যদিকে ৫৯ টি-টোয়েন্টি ম্যাচে ২৩.২৭ গড়ে ১২৫৭ রান করেছেন তামিম। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে শতক হাঁকানোর রেকর্ড আছে তামিমের।

[আরো পড়ুনঃ ‘সবচেয়ে কঠিন এই সময়টা’– ওয়ানডে সিরিজ শেষে দলের অন্যরা টি-২০ সিরিজের প্রস্তুতি নিলেও সেই তাড়া নেই মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডে অধিনায়ক টি-২০ ছেড়েছেন কয়েক মাস আগে, ফলে তাঁর দক্ষিণ আফ্রিকা সফর থামছে ওয়ানডে সিরিজ দিয়েই। অবসরের ফাঁকে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালের কণ্ঠর সাথে দীর্ঘ আলাপচারিতায় মত্ত হন ‘নড়াইল এক্সপ্রেস’। ]

Also Read - টাকা দিয়েও খিদে নিয়ে বাড়ি ফিরেছিলেন টেন্ডুলকার!

Related Articles

সাব্বিরের বিরুদ্ধে দর্শক পেটানোর অভিযোগ

মাশরাফির নৈপুণ্যে প্রথম ভারত-বধের গল্প

সমস্যা ওয়ালশে নয়, সমস্যা সিস্টেমে!

“অস্ট্রেলিয়া সিরিজ হওয়াটা জরুরি”

অধিনায়কত্ব নিয়ে উচ্চাভিলাষী নন রিয়াদ