Scores

ভনকে ‘ইডিয়ট’ বললেন গিলক্রিস্ট

সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনকে ‘ইডিয়ট’ বলে আখ্যায়িত করেছেন অস্ট্রেলিয়া সাবেক অধিনায়ক ও কিংবদন্তী উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলীয় ক্রিকেটারদের নিয়ে ভনের রসাত্মক মন্তব্যকে কেন্দ্র করে টুইটারে ভনের উপর নিজের ক্ষোভ ঝাড়েন গিলক্রিস।

ভনকে ‘ইডিয়ট’ বললেন গিলক্রিস্ট

গত বৃহস্পতিবার (১১ জুলাই) আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এজবাস্টনের সেই ম্যাচে ইংলিশ ব্যাটসম্যানদের সামনে অসহায় ছিলেন অস্ট্রেলীয় বোলাররা। রীতিমত ‘বেদম পিটুনি’তে ইংল্যান্ড ম্যাচ জিতে নেয় হেসেখেলে।

Also Read - শেষটাতেই যেন থমকে গেলেন তারা


ঐ ম্যাচ চলাকালেই টুইটারে অস্ট্রেলীয় বোলারদের উপহাস করে একটি টুইট বার্তা প্রদান করেন মাইকেল ভন। সেই টুইটে তিনি লিখেন, ‘অজিরা খালি পায়ে বল করে চেষ্টা করে দেখতে পারে!’

ঐ পোস্ট রি-টুইট করে গিলক্রিস্ট ভনের উদ্দেশে বলেন, ‘ইডিয়ট (নির্বোধ)।’

গিলক্রিস্টের সেই টুইটার পোস্টে অনেক মন্তব্য জমা পড়েছে। যদিও গিলক্রিস্টের পক্ষে শব্দ ব্যয় করে মন্তব্য করা সবাই অস্ট্রেলিয়ার সমর্থক। ভনের পক্ষে খুব বেশি মন্তব্য চোখে না পড়লেও নিরপেক্ষ ক্রিকেট সমর্থকরা দুই কিংবদন্তীর কাঁদা ছোঁড়াছুঁড়ি থেকে কুড়িয়ে নিচ্ছেন বিনোদন।

ইংলিশ ক্রিকেটাররা কথার লড়াইয়ে অবশ্য বরাবরই একটু বেশিই আক্রমণাত্মক। ইংল্যান্ড ফাইনালে জায়গা করে নেওয়ায় তাদের মুখে যেন ফুটেছে কথার খই। তবে অস্ট্রেলীয় সাবেকরাও যে কম যান না, গিলক্রিস্ট যেন সেই প্রমাণই দিলেন!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

মিটমাট হলো অজি ক্রিকেটার ও বোর্ডের মধ্যকার দ্বন্দ্ব

পর্ব ৩ : আ’ত্মহত্যায় চিরবিদায় নেওয়া ক্রিকেটাররা

পর্ব ৩ : গিনেজ বিশ্বরেকর্ড সম্ভারে ক্রিকেট

ভারত ও অস্ট্রেলিয়ার দুই স্পিনারকে অনুসরণ করেন মিরাজ

পর্ব ২ : আ’ত্মহত্যায় চিরবিদায় নেওয়া ক্রিকেটাররা