
জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের লড়াই। ১০ দলের এবারের আসরে এখন পর্যন্ত মাত্র দুটি দল বাদ পড়েছে। অবিশ্বাস্য হলেও এই দুটি দলই আইপিএলের দুই সফলতম দল- চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স।

টানা ৮ হারের রেকর্ড গড়া মুম্বাইয়ের বিদায়ঘণ্টা বেজেছিল আগেই। বৃহস্পতিবার (১২ মে) মুম্বাইয়ের কাছে হেরে চেন্নাইও বিদায় নিয়েছে। এবারের আসরের ভরাডুবির পর দুই দলের অধিনায়কই দৃষ্টি রাখছেন পরবর্তী আসরে ঘুরে দাঁড়ানোর দিকে।
মুম্বাইয়ের বিপক্ষে একপেশে ম্যাচে পরাজয়ের পর চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘বহু বছর আমাদের একসাথে এত পেসার ছিল না। এ বছর ভালো দুজন পেসার পেয়েছি। আগামী বছর আরও দুজন আসবে। আরও কয়েকজনের ওপর নজর রাখছি। একজন তরুণ পেসারকে আইপিএলের মত টুর্নামেন্টে ভালো করার জন্য তৈরি হতে হয়। অন্তত ছয় মাস তো লাগেই। তাদের সেই সময়টা দিতে হবে।’

সেই সময় দিয়ে ধোনি তাদের আগামী মৌসুমের জন্য প্রস্তুত করে তুলতে চান। তিনি বলেন, ‘তাদের ওপর বিশ্বাস রাখতে হবে। টি-টোয়েন্টিতে কীভাবে আরও কার্যকরী হতে পারে সেই পরামর্শ দিতে হবে। এবারের টুর্নামেন্ট অনেক শিক্ষা দিল। এই শিক্ষা আগামী মৌসুমে কাজে লাগাতে হবে।’
রোহিত অবশ্য ম্যাচ শুরুর আগেই টস পর্বে আগামী মৌসুমে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘এবার কোনো কিছু আমাদের পক্ষে যায়নি। এখন আমরা ভবিষ্যতে চোখ রাখছি। এখন আমরা তরুণ কয়েকজনকে বাজিয়ে নিতে চাই।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।