ভাইরাল ব্রিটিশ বৃদ্ধার আবেগি বিশ্বকাপ জয় উদযাপন
ক্রিকেট বিশ্বকাপ শিরোপা জিতলো ইংল্যান্ড। ৫০ ওভারের খেলা টাই হওয়ার পর সুপার ওভারও টাই হয়। পরবর্তীতে বেশি বাউন্ডারি মারায় ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়। ইংল্যান্ডের এই জয়ে পুরো দেশ জুড়ে ছড়িয়ে পরে আনন্দ উল্লাস। লন্ডনের ট্রাফালগার স্কয়ারে হাজারো ভক্ত আনন্দ উল্লাস করে উদযাপন করে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়।
শ্বাসরুদ্ধকর ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে নিজেদের প্রথম
Also Read - সাকিব কেন টুর্নামেন্ট সেরা নয়? টুইটারে ঝড়যারা মাঠে থেকে বা ট্রাফালগার স্কয়ারে ইংল্যান্ডের জয় দেখতে পারেননি তারাও বাদ যাননি এই বিশ্বকাপ জয় উদযাপন থেকে। ১৪ বছর পর ইংল্যান্ড ক্রিকেট দলের কোন খেলা এফটিএতে ( ফ্রি টু এয়ার) দেখানো হয়। কোন সাবস্ক্রিপশন ছাড়াই ইংল্যান্ডের সকল জায়গাতেই ফ্রিতে দেখা গিয়েছে এই বিশ্বকাপ ফাইনাল। তাই হাজারো ভক্ত সুযোগ পেয়েছিলেন ঘরে বসেই ইংল্যান্ডের জয় দেখার ও উদযাপনের।
এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে ইংল্যান্ডের জয়ের পর। গয়েন নামের মহিলার টুইট করা ভিডিওতে দেখা যায় তার দাদির উল্লাস ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের পর। তার পিতা, দাদি ও পুরো পরিবার অন্য সব ব্রিটিশদের মতোই একত্রে বিশ্বকাপ ফাইনাল উপভোগ করছিলো। সুপার ওভারের উত্তেজনা ছুয়ে যায় তার বৃদ্ধা দাদিকেও। ইংল্যান্ডের জয়ের সেই মুহুর্তে তার দাদির উল্লাস ভিডিও করে সেটি টুইটারে আপলোড করেন তার নাতি গয়েন। টুইটি ইতিমধ্যে ৩ হাজার বার রিটুইট করা হয়েছে ও ১৮ হাজার লাইকও পেয়েছে।
Please enjoy this video of my grandmas reaction to England winning cricket world cup? #CWC19Final pic.twitter.com/EH1bOae9v8
— Gwen (@gwenfs1) July 14, 2019
Amazing feelings, Congratulations to you and entire British Nation.
— Voice of Pakistan ?? (@vop_pak) July 14, 2019
This is amazing. I was rooting for the Kiwis but this warms my heart
— Cryptoste (@cryptoste) July 14, 2019
এই বয়সেও এই রকম উল্লাস করায় টুইটারে ক্রিকেট ভক্তদের সাধুবাদ পেয়েছেন ব্রিটিশ এই বৃদ্ধা।
ইংল্যান্ডের এই জয়ে অভিনন্দনের জোয়ারে ভাসছে ইংল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী থেরেসা মে উপস্থিত ছিলেন স্টেডিয়ামে ও ইংল্যান্ডের জয়ের পর অভিনন্দন জানান টুইট করে ইংল্যান্ড দলকে। ব্রিটিশ রাজ পরিবারের তরফ থেকেও আসে অভিনন্দন বার্তা। ইংল্যান্ড রাগবি দল একসাথে বসে ফাইনাল উপভোগ করে ম্যাচ শেষে তারাও উদযাপনে মেতে উঠে একত্রে।