ভাইস ক্যাপ্টেন নিয়ে দুশ্চিন্তা করছে না বিসিবি
ওয়ানডে অধিনায়কত্বকে মাশরাফি বিন মুর্তজা বিদায় জানানোর পর অধিনায়কের দায়িত্ব পান ওপেনার তামিম ইকবাল। তবে তামিম ইকবালের সহকারী কে থাকছেন তা এখনো নির্ধারিত হয়নি। যদি কোনো কারণে তামিম ইকবাল কোনো ম্যাচে না থাকেন তাহলে ভারপ্রাপ্ত অধিনায়ক কি হবেন তা ঠিক করা হবে তাৎক্ষণিকভাবে।
ঘরের মাঠে সিরিজ হওয়ায় খালি থাকা সহ-অধিনায়কের পদ নিয়ে চিন্তা করছে না বিসিবি। গণমাধ্যমকে ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান বলেন, “পরিস্থিতি ওরকম হলেই আমরা নাম উল্লেখ করব। হোমে খেলা হওয়াতে আমরা এটা নিয়ে দুশ্চিন্তা করছি না। আমরা থাকব, বোর্ড পরিচালকেরা থাকবে। তো যে কোন সময় আমরা এই সিদ্ধান্ত নিতে পারব।”
অনাকাঙ্ক্ষিত কোনো কারণে তামিম ইকবাল কোনো ম্যাচ খেলতে না পারলে তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের একজন অধিনায়ক হবেন- এমন সুরই ছিল আকরামের কণ্ঠে।
তিনি বলেন, “আমাদের কিছু সিনিয়র প্লেয়ার আছে, কিছু জুনিয়র প্লেয়ার আছে। তো এটা নিয়ে কোনরকম সমস্যা হবে না। আল্লাহ না করুক যদি এরকম কিছু হয় তাহলে সিনিয়র প্লেয়াররা তো আছেই। (মাহমুদউল্লাহ) রিয়াদ আছে, সাকিব আছে। অভিজ্ঞ এমন আরো আছে, মুশফিক আছে।”
২০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের জন্য ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। করোনাভাইরাসের বিরতির পর প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। এ সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে তামিম ইকবালের এ মেয়াদে অধিনায়কত্ব।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।