Scores

ভাঙা আঙুল নিয়েই খেলে যাচ্ছেন হেনরি

অস্ট্রেলিয়া সফররত নিউজিল্যান্ডের দলের একেরপর এক বিপদ আসতেই আছে। অসুস্থতা ও চোটের কারণে অধিনায়কসহ একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে সিডনি টেস্টে খেলতে নামার পরে এবার আঙুল ভেঙে গেল নিউজিল্যান্ডের ম্যাট হেনরির। ম্যাচের মাঝেই অসুস্থ হয়ে পড়েছেন জিৎ রাভালও।

ভাঙা আঙুল নিয়েই খেলে যাচ্ছেন হেনরি
ম্যাট হেনরি

ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর যদি হয় অভিশাপ, তাহলে নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফরও তার কম কিছু নয়। সিডনি টেস্টের প্রথম দিনে নিজের বোলিংয়ের সময়ই অজি ব্যাটসম্যান জো বার্নসের ড্রাইভ ঠেকাতে যেয়ে আঙুলে মারাত্মক ব্যথা পান হেনরি। তারপরেও কিছুক্ষণ মাঠেই ছিলেন এই পেসার।

পরে এক্স-রে করে দেখা গেছে তার বাম হাতের বুড়ো আঙুল ভেঙে গেছে। কিন্তু দ্বিতীয় দিনেও ঠিকই মাঠে নেমেছেন এই পেসার এবং বোলিংও করেছেন। উপয়ান্তর নিউজিল্যান্ডের এখন আহত ক্রিকেটার দিয়েই কাজ চালাতে হচ্ছে। তবে হেনরি ব্যাটিং করতে নামতে পারবেন কিনা সে বিষয়ে ব্যাটিংয়ের সময়েই পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।

Also Read - ওয়াটসনই বদলে দিয়েছেন রংপুরকে!


একাদশে থাকা আরেক ক্রিকেটার রাভাল আক্রান্ত হয়েছেন ফ্লুতে। দ্বিতীয় দিনে ফাইন লেগে ফিল্ডিং করার সময়েই অসুস্থ বোধ করেন তিনি। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের উদ্বোধনে তিনি নামতে পারবেন এটা মোটামুটি নিশ্চিত। ভালো বোধ করলে লোয়ার মিডল অর্ডারে দেখা যেতে পারে এই উদ্বোধনী ব্যাটসম্যানকে।

কিউই ক্রিকেটারদের চোটের তালিকা ক্রমশ বড় হতেই আছে। মেলবোর্নে দ্বিতীয় টেস্টের থেকে সিডনি টেস্টের একাদশে চোট ও অসুস্থতার কারণে ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামে নিউজিল্যান্ড। সেই একাদশেরও দুইজন যুক্ত হলেন চোট ও অসুস্থতার তালিকায়।

পার্থ টেস্টে লকি ফার্গুসনকে দিয়ে শুরু, মেলবোর্নে হাত ভেঙে ফেলে ছিটকে যান ট্রেন্ট বোল্ট। ভাইরাসে আক্রান্ত হয়ে ছিটকে যান কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস ও মিচেল স্যান্টনার। টিম সাউদির বদলে সিডনি টেস্টে একাদশে ঢোকা হেনরির অবস্থায়ও এখন বেগতিক।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

নিউজিল্যান্ডে চলে যাবে আসন্ন টি-২০ বিশ্বকাপ!

৬ জুন ফের ক্রিকেট শুরু হচ্ছে অস্ট্রেলিয়ায়

টিকটক ভিডিও বানাতে কোহলিকে চাপ দিচ্ছেন ওয়ার্নার!

এবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় না অস্ট্রেলিয়া!

সালমান-রল্টনের সাথে ডিনার করতে চান ইমরুল