Scores

ভারতকেও ভাবাচ্ছেন রশিদ খান

রশিদ খান- বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনার। আফগানিস্তানের এই লেগ স্পিনারের বোলিং নৈপুণ্যে রোববার বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পায় আফগানিস্তান।

ভারতকেও ভাবাচ্ছেন রশিদ খান
রশিদ খান। ছবি: এএফপি

ভারতের দেরাদুনে চলমান এই সিরিজ শেষে বাংলাদেশ দল পাড়ি জমাবে ক্যারিবীয় অঞ্চলে, স্বাগতিক উইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে। তবে আফগানিস্তান থেকে যাবে ভারতেই। স্বাগতিক দলের বিপক্ষে এখানেই নব্য টেস্ট স্ট্যাটাস পাওয়া দলটি খেলবে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট।

বিশ্বের অন্যতম সেরা এই লেগ স্পিনারকে নিয়ে বাংলাদেশের মতো আলোচনা চলছে ভারতের ক্রিকেট অঙ্গনেও। বিশেষ করে ক’দিন আগে আইপিএল মাতানো রশিদ লঙ্গার ভার্শনে কেমন পারফর্ম করেন সেটিই ভাবাচ্ছে ভারতকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় লেগ স্পিনার কূলদ্বীপ যাদবও টেনে আনেন রশিদ খানের প্রসঙ্গ।

Also Read - বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই মঙ্গলবার


আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। আফগানদের জন্য ভারত মোকাবেলার বিষয়টি তাই অপেক্ষাকৃত সহজ হয়ে দাঁড়িয়েছে। এ কারণেই হয়ত, কূলদ্বীপ প্রত্যাশা করছেন জমজমাট এক লড়াইয়ের।

সম্প্রতি স্পোর্টসস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কূলদ্বীপ বলেন-

‘রশিদ খান টি-টোয়েন্টির সেরা স্পিনার। সে সব দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে খেলে। সংক্ষিপ্ত ফরম্যাটে সে খুবই ভালো বোলার।’

দারুণ লড়াইয়ের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘তার সঙ্গে আরও কয়েকজন আছেন। সে কারণে আশা করছি তাদের বিপক্ষে খেলাটা কঠিন হবে। আশা করছি আমরা ভারতের জন্য ভালো পারফর্ম করতে পারব। আর সেও তার দেশের জন্য সেরাটা দিয়ে খেলবে।’

ভারতকেও ভাবাচ্ছেন রশিদ খান
কূলদ্বীপ যাদব। ছবি: এএফপি

আফগানিস্তানের জন্য এটি প্রথম টেস্ট হলেও ইতোমধ্যে সীমিত ওভারে দলটি জানান দিয়েছে নিজেদের শক্তিমত্তা ও সামর্থ্যের। আর তাই ভারতও দলটিকে ছোট করে দেখছে না। কূলদ্বীপ বলেন, ‘এটা হতে যাচ্ছে আফগানিস্তানের প্রথম টেস্ট। আমি নিশ্চিত যে ভালো একটি ম্যাচ হবে। তাদের দলে বেশ কয়েকজন ভালো স্পিনার আছে। সে কারণে আশা করছি লড়াই হবে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি ম্যাচের জন্য অপেক্ষা করছি।’

 

আরও পড়ুনঃ কী ঘটেছিল জাতীয় সঙ্গীতের সময়?

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

শোয়েব আখতারের বিরুদ্ধে ‘সাইবার ক্রাইম’ এর অভিযোগ

অনুশীলনে ফিরেই করুণারত্নের ‘হিট স্ট্রোক’

নিউজিল্যান্ডে চলে যাবে আসন্ন টি-২০ বিশ্বকাপ!

৬ জুন ফের ক্রিকেট শুরু হচ্ছে অস্ট্রেলিয়ায়

ফিক্সিং সন্দেহে আইসিসির তীক্ষ্ণ দৃষ্টিতে ‘৩’ শ্রীলঙ্কান ক্রিকেটার