Scores

ভারতকে চারে নামিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ইংল্যান্ড

চেন্নাইয়ে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ভারতকে ২২৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ডকে সরিয়ে শীর্ষে উঠল ইংল্যান্ড।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ইংল্যান্ড। ছবিঃ বিসিসিআই

ইতোমধ্যে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গিয়েছে নিউজিল্যান্ড। লর্ডসে তাদের প্রতিপক্ষ কে হবে সেটি নিয়েই চেন্নাইয়ে চলছে লড়াই। ফাইনালে উঠার দৌড়ে রয়েছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া- তিন দলই। তবে চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতকে ২২৭ রানের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে যাওয়ার আশা এখনো টিকে রয়েছে ইংল্যান্ডের।

চেন্নাই টেস্টের সকালে জেমস অ্যান্ডারসনের বোলিং তোপে দিশেহারা হয়ে উঠেছিল ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথম টেস্টে জয়ের সুবাধে ৩০ পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড। ৬৬০ পয়েন্টের মধ্যে ৪৪২, শতাংশে যা ৭০.২% পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডকে সরিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে জো রুটরা।

Also Read - ঘরের মাঠে বিশাল ব্যবধানে টেস্ট হারলো ভারত


এদিকে ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চারে নেমে এসেছে ভারত। বর্তমানে পয়েন্ট টেবিলে তাদের পয়েন্ট ৪৩০, শতাংশে যেটি ৬৮.৩%। তিনে রয়েছে অস্ট্রেলিয়া। পয়েন্টে ভারতের চেয়ে কম হলেও শতাংশে (৬৮.২%) এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

দুইয়ে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৪২০ (৭০.০%)। এদিকে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের খাতা খুলতে পারেনি বাংলাদেশ। কোন পয়েন্ট না নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে মুমিনুলরা।

এদিকে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত লর্ডসে ফাইনালে খেলতে ভারতের বিপক্ষে কমপক্ষে আরও দুটি টেস্ট জিততে হবে ইংলিশদের। অন্যদিকে এই প্রতিযোগিতায় থাকা অস্ট্রেলিয়ার অবশ্য ফাইনালে যাওয়া, না যাওয়ার বিষয়টি নির্ভর করছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের উপর। ভারতের বিপক্ষে সিরিজ ড্র কিংবা ইংল্যান্ড ২-১ কিংবা ২-০ তে জিতলেও ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টও অনুষ্ঠিত হবে এই চেন্নাইতে। বাকি থাকা দুটি টেস্ট অনুষ্ঠিত হবে আহমেদাবাদে, যার মধ্যে একটি হবে দিবারাত্রি টেস্ট।

Related Articles

অজিরা নিজেদের সর্বনাশ নিজেরাই করেছে, দাবি ল্যাঙ্গারের

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউদাম্পটনে, নিশ্চিত করলেন সৌরভ

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠায় ৮ কোটি টাকা পুরষ্কার পাচ্ছে ভারত

লর্ডসে হচ্ছে না ভারত-নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ!

আবারও ভারতের স্পিনে কাবু ইংল্যান্ড