
দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ম্যাচটি জিতবে বলেই তিনি বিশ্বাস রেখেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাকে আশাহত হতে হয়েছে।
বোর্ড সভাপতি মতে বোলিংয়ে বড় ভুলটা করে ফেলেছে মুস্তাফিজ-আফিফরা। বল হাতে যদি প্রতিপক্ষকে আরেকটু কম রানে আটকানো যেত তবে ম্যাচটা আরও নির্ভার হয়ে খেলতে পারত বাংলাদেশ। পাপনের মতে লোয়ার ব্যাটিং বড় পার্থক্য গড়ে দিয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে।
পাপন বলেন, ‘ভারতের বিপক্ষে প্রথম কোনো সিরিজ খেলা হলো। ওদের মাটিতেই খেলা ভয়টা তো একটু ছিল। কিন্তু প্রথম ম্যাচটা জেতায় সাহসটা বেড়ে গিয়েছিল। তৃতীয় ম্যাচেও ১২ ওভার পর্যন্ত আমরা এগিয়ে ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত, তারপর যেটা হয়েছে সেটা সচরাচর হয় না।
তিনি আরও বলেন, ‘বোলিংয়ে আমরা অনেক বেশি রান দিয়ে ফেলেছিলাম। বোলারদের কাছে যতটা প্রত্যাশা ছিল সবাই তা পূরণ করতে পারেনি। আমরা চেয়েছিলাম রোহিত, শিখর আগে আউট হয়ে যাক। তাহলে ম্যাচটা আমাদের জন্য সহজ হতে পারে। কিন্তু ওদের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরাও অসাধারণ ব্যাটিং করেছে। এদিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি।’
পাপনের মতে ব্যাটিংয়ে মুশফিক আউট হওয়ার পরেই মূলত বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে গেছে, ‘আমার মনে হয়, ওদের ১৫০ রানে আটকে দেয়া উচিত ছিল। তাহলে আমরা ম্যাচটা জিততেও পারতাম। তারপরেও আমার সবসময়ই মনে হচ্ছিল ম্যাচটা আমরা জিতব। কিন্তু মুশফিকের আউটের পরে ছিটকে গেছি। আমাদের জোড়ায় জোড়ায় উইকেট পড়েছে।’
সব শেষে ক্রিকেটে হারজিতের নিয়ম মেনে নিচ্ছেন পাপন। অনেক যদি, কিন্তুর হিসাবে না যেয়ে বাজে দিনটাকে মেনে নিয়েছেন বোর্ড সভাপতি, ‘হেরে গেছে, এটাই ক্রিকেট। কিছু বলার নাই। ছেলেরা খারাপ খেলেনি তবে আশানুযায়ীও খেলতে পারেনি। দুইজন মিলে যা রান করেছে বাকি ৯ জন তাই করেছে। এভাবে তো হয় না। আমাদের একটা বাজে দিন ছিল।’
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।