
বিরাট কোহলি টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও স্বস্তি গায়ে মাখছেন না তিন বছর পর টাইগার স্কোয়াডে সুযোগ পাওয়া আরাফাত সানি। তিনি মনে করেন, কোহলি না থাকলেও ভারতের যাদের বিপক্ষে বাংলাদেশকে লড়তে হবে, তাদের অনেকেই ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষ হয়ে উঠতে পারেন।
তার মতে, ‘কোহলি অবশ্যই সেরাদের একজন। তবে কোহলি ছাড়াও যারা আছে তারাও যে কম যায় এমন কিন্তু নয়। ক্রিকেটটা নিজেকেই খেলতে হবে। তাই যেই খেলুক আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে- এটাই মূল কথা।’
ভারতের বিপক্ষে জেতা অসম্ভব নয় বলে মনে করেন সানি। যদিও ঘরের মাঠে ভারতের অপ্রতিরোধ্য সত্তা কারো কাছেই অজানা নয়। ভারতে গিয়ে ভারতকে সিরিজ হারানো যেন ‘অসাধ্য সাধন’। সেই অসাধ্য সাধন করতে হলে পূর্ণ মনোযোগ খেলায় রাখতে চান সানি।
তিনি বলেন, ‘ভারত শুধু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই না, সর্বশেষ ১২টা সিরিজে ঘরের মাটিতে জিতেছে। অসম্ভব কিছু না। যদি সিরিজ জিততে পারি গর্ব করে বলতে পারব- ভারতকে তাদের মাটিতে হারিয়েছি। অবশ্যই আমাদের অনেক মনোযোগ থাকতে হবে। সেই চেষ্টাই করব।’
ভারতীয় ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের ভিডিও বিশ্লেষণ করে সানিরা ব্যাটসম্যানের খেলার ধরন অনুযায়ী প্রস্তুতি নেবেন শুক্রবার (২৫ অক্টোবর) শুরু হওয়া ক্যাম্পের বাকি দিনগুলোতে। তিনি জানান, ‘ভিডিও এনালাইসিস আছে। ভিডিও দেখে পরিকল্পনা করা হবে কীভাবে ওদের বিরুদ্ধে পারফর্ম করা যেতে পারে। কাকে কীভাবে বল করতে হবে সেটা আমরা ভিডিও দেখে বিশ্লেষণ করব।’
ধর্মঘট কাটিয়ে ক্রিকেটে ফিরে খেলোয়াড়দের পূর্ণ মনোযোগ আপাতত ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পে, জানালেন সানি- ‘স্বস্তি বলতে কী, যেহেতু সামনে ভারত সিরিজ তাই এটা নিয়ে সবাই সিরিয়াস ছিলাম। সচরাচর যেভাবে অনুশীলন করা হয়, সেভাবেই অনুশীলন করেছি আমরা।’
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।