ভারতকে হারাতে ড্রেসিংরুমে 'কুসংস্কার' মেনে চলেছে পাকিস্তান
শচীন টেন্ডুলকার সবার আগে বাঁ পায়ের প্যাড পরতেন। মোহাম্মদ আজহারউদ্দিন খেলতে নামতেন গলায় তাবিজ ঝুলিয়ে। কিন্তু তাই বলে গোটা দল মিলে কখনো কোনো কুসংস্কার মানতে দেখেছেন? এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তান জয় পেয়েছে একটি কুসংস্কারে ভর করে!

প্রকাশিত হয়েছে - 2022-09-06T19:49:32+06:00
আপডেট হয়েছে - 2022-09-06T19:49:32+06:00
খেলার সারসংক্ষেপ
খেলার মাঠে একটুআধটু কুসংস্কার অনেক ক্রিকেটারই মানেন। শচীন টেন্ডুলকার সবার আগে বাঁ পায়ের প্যাড পরতেন। মোহাম্মদ আজহারউদ্দিন খেলতে নামতেন গলায় তাবিজ ঝুলিয়ে। কিন্তু তাই বলে গোটা দল মিলে কখনো কোনো কুসংস্কার মানতে দেখেছেন? এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তান জয় পেয়েছে একটি কুসংস্কারে ভর করে! অন্তত এমনই দাবি পাকিস্তানের পেস বোলিং কোচ শন টেইটের।
জয়ের পর যেন হাঁফ ছেড়ে বাঁচেন ক্রিকেটাররা!
ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ও রোমাঞ্চকর ম্যাচে জয় যেন হাতছাড়া না হয়, এজন্য অবৈজ্ঞানিক এক সমীকরণ মেনে চলেছেন ড্রেসিংরুমে থাকা ক্রিকেটাররা। এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত ২ বার পরস্পরের মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বের লড়াইয়ে ভারত পেয়েছিল ৫ উইকেটের জয়। সুপার ফোরে তাই ভারতকে হারাতে মুখিয়ে ছিল পাকিস্তান।
জয়ের তাড়না এত বেশি ছিল যে, ক্রিকেটাররা একটি কুসংস্কার মেনে চলেছেন পাকিস্তানের গোটা ইনিংসজুড়ে। সাময়িকভাবে গোটা দলের কুসংস্কারাচ্ছন্ন হওয়ার খবর প্রকাশ্যে এনেছেন পাকিস্তানের বোলিং কোচ ও অস্ট্রেলিয়ার সাবেক পেস কিংবদন্তি শন টেইট।
টেইট জানিয়েছেন, পাকিস্তানের ইনিংস চলাকালে ড্রেসিংরুমে পাকিস্তানের ক্রিকেটার-কোচরা যে যেখানে বসেছিলেন, তাকে সেখানেই বসে থাকতে বলা হচ্ছিল। কেউ একটু নড়তে গেলে বাকিরা মিলে বারণ করছিলেন তাকে। ড্রেসিংরুমের টানটান উত্তেজনাপূর্ণ সেই মুহূর্তের বর্ণনা দিয়ে টেইট বলেন, 'আমি ড্রেসিংরুমের কাঁচের রুমের ভিতরে বসেছিলাম। ক্রিকেটাররা যেমন প্রচণ্ড উত্তেজিত ছিল, তেমনই কেউ কেউ একটু চাপে পড়ে গিয়েছিল। আমরা অবশ্য শেষ পর্যন্ত জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম। কেউ নড়াচড়া করলেই বাকিরা তাকে বলছিল, একদম নড়াচড়া করো না!’
সুপার ফোরে ভারতকে হারাতে মুখিয়ে ছিল পাকিস্তান
টেইট অবশ্য বিজ্ঞান বা বিশ্বাসযোগ্যতার ধার না ধেরে এই কুসংস্কার মানার মানসিকতাকে স্বীকৃতি দিতে চান। তিনি বলেন, ‘আসলে উত্তেজনাপূর্ণ একটা ম্যাচে এমন হতেই পারে।’
পাকিস্তানের জয়ের পেছনে মাঠে কোন বিষয়ের ভূমিকা ছিল, তা-ও উল্লেখ করেছেন টেইট। তিনি মনে করেন, ভারতের ইনিংসের শেষ ওভারে হারিস রউফের বিচক্ষণতাই এনে দিয়েছে জয়। সেই ওভারের শেষ দুই বলে দুটি চার হজম করলেও প্রথম ৪ বলে মাত্র ২ রান দিয়ে একটি উইকেটের উপলক্ষ্য এনে দেন হারিস। তার প্রথম লিগ্যাল তিন ডেলিভারিতে বিরাট কোহলি কোনো রানই নিতে পারেননি। টেইট মনে করেন, হারিসের দুর্দান্ত সেই বোলিংই পাকিস্তানকে ম্যাচের জয় এনে দিয়েছে।
তিনি বলেন, ‘শেষ ওভারে হারিস দুর্দান্ত বল করেছে। অনেক দিন ধরে ইয়র্কার এবং স্লোয়ার নিয়ে ও কাজ করছে। শেষ ওভারে সেই পরিকল্পনা দারুণভাবে কাজে লেগেছে। ওটাই ম্যাচ জিতিয়েছে আমাদের।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।