
পাকিস্তানের অধিনায়ক হিসেবে তো বটেই, ব্যাট হাতেও সময়টা দারুণ যাচ্ছে বাবর আজমের। কয়দিন আগে ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে তার দল। অথচ এই ম্যাচের সময় বাবরের মা ছিলেন গুরুতর অসুস্থ।

বাবর যখন চরম চাপ সামলে ভারতকে নাস্তানাবুদ করছেন, তখন তার মা অসুস্থ হয়ে লড়ছেন হাসপাতালের ভেন্টিলেটরে। এমন তথ্য জানিয়েছেন খোদ বাবরের বাবা আজম সিদ্দিকী। ইনস্টাগ্রামে ছেলেকে নিয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন তিনি।
তিনি লিখেছেন, ‘সময় এসেছে আমার দেশের মানুষের সত্যিটা জানার। তার আগে সবাইকে পরপর তিন ম্যাচ জয়ের শুভেচ্ছা জানাই। আমাদের বাড়িতে সব থেকে বড় চ্যালেঞ্জের সামনে রয়েছি আমরা। ভারতের বিরুদ্ধে ম্যাচের দিন বাবরের মা ভেন্টিলেশনে ছিলেন।’
View this post on Instagram
বাবরকে প্রচণ্ড মানসিক চাপ সামলেই তাই নামতে হয়েছিল ভারত বধের মিশনে। এমনকি পরের ম্যাচগুলোতেও দুশ্চিন্তা করেছেন মাকে নিয়ে। এখন অবশ্য মা ভালো আছেন।
তার বাবা বলেন, ‘তিনটি ম্যাচেই বাবর অসম্ভব মানসিক চাপ নিয়ে খেলে। আমি নিজেও দুবাই আসতে চাইনি। তবে এসেছিলাম তার কারণ বাবর যাতে দুর্বল না হয়ে পড়ে। সকলের দোয়ায় এখন ভালো আছেন ওর মা।’

আজমের চাওয়া- নিজেদের দায়িত্বের কথা ভেবে আবেগ সামলানো এই ক্রিকেটারদের নিয়ে যেন তুচ্ছতাচ্ছিল্য করা না হয়। তিনি আরও বলেন, ‘আমার এই ছবি শেয়ার করার উদ্দেশ্যে একটাই- অযথা দেশের ক্রিকেটারদের আক্রমণ করবেন না। তারা এমন এমন পরিস্থিতিতে দেশের হয়ে নিজের সেরাটা উজাড় করে দেন। একটা পজিশন পাওয়ার পর তা ধরে রাখতে পরীক্ষাও দিতে হয়।’
বিশ্বকাপের খেলা সরাসরি দেখতে ক্লিক করুন এখানে।
কুইজ খেলে প্রতিদিন বাইক জিততে ক্লিক করুন এখানে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।