Scores

ভারতকে ‘১৪২’ এ আটকে দিলো বাংলাদেশ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মেয়েদের মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাটিং করে ভারতের সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ১৪২ রান। বাংলাদেশের পান্না ঘোষ ও সালমা খাতুন ২টি করে উইকেট পেয়েছেন।

 

বাংলাদেশ নারী ক্রিকেট দল।

 

Also Read - ‘ছেলে’ মায়ানের জন্যই এমন উদযাপন ‘বাবা’ মুশফিকের


পার্থের ওয়াকা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। শুরুতেই দলকে সাফল্যও এনে দেন অধিনায়ক। ভারতের উইকেটরক্ষক ও উদ্বোধনী ব্যাটার তানিয়া ভাটিয়াকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন সালমা। দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় ভারত।

আরেক উদ্বোধনী ব্যাটার শেফালি বার্মা রান তুলতে থাকেন দ্রুত। তার ১৭ বলে ৩৯ রানের ক্যামিও থামান পান্না ঘোষ। শেফালির ইনিংসটি সাজানো ছিল ২টি চার ও ৪টি ছয়ে। দলীয় ৫৩ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত।

অধিনায়ক হারমান প্রীত কোরকে বেশিক্ষণ ক্রিজে টিকতে দেননি বাংলাদেশের মেয়েরা। ৮ বলে ১১ রান করা হারমানকেও প্যাভিলিয়নের পথ দেখান পেসার পান্না।

তবে এক প্রান্তে মাটি আকড়ে ছিলেন জেমিমা রদ্রিগেজ। ধীরগতিতে খেলা এই ব্যাটারকে রান আউট করেন নাহিদা আক্তার। মাঠ ছাড়ার আগে তিনি করেন ৩৭ বলে ৩৪ রান। তার ইনিংসে ছিল ২টি চার ও একটি ছয়। ৯২ রানে ভারতের চতুর্থ উইকেট পড়ে।

এরপরেই জোড়া আঘাত পায় ভারত। দলীয় ১১১ ও ১১৩ রানে বিদায় নেন যথাক্রমে রিচা ঘোষ (১৪) ও দ্বীপ্তি শর্মা (১১)। নির্ধারিত ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটের বিনিময়ে ১৪২ রান। ক্রিজে অপরাজিত থাকেন বেদা কৃষ্ণমূর্তি (২০) ও শিখা পাণ্ডে (৭)।

বাংলাদেশের সালমা ও পান্না উভয়েই ২৫ রানের বিনিময়ে ২টি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর
ভারত ১৪২/৬ (২০ ওভার)
শেফালী ৩৯, জেমিমা ৩৪, কৃষ্ণমূর্তি ২০*;
পান্না ২/২৫, সালমা ২/২৫।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

পেরির কান্নায় কাঁদলো ক্রিকেট বিশ্ব

ঐতিহাসিক ম্যাচে পেরিদের মুখোমুখি জাহানারা-সালমারা

বিশ্বকাপে সালমাদের প্রাপ্য সম্মান ও সমর্থন দিবেন তো ভক্তরা?

ঐতিহাসিক আসরের বাকি মাত্র ১০০ দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন প্রতিপক্ষের সামনে বাংলাদেশ